হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি, স্থবির জনজীবন 

বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় নাকাল রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দারা। এর মধ্যে আজ সোমবার সকালে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রোববার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাপমাত্রা অনেকটা কমে যায়। দেশটির আবহাওয়া ভবন সূত্রের খবর, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা অরও নামতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের একাংশ, চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমে যায়। হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা ছিল ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। ১৮ থেকে ২০ জানুয়ারি নাগাদ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সে পর্যন্ত দিল্লি এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের আগামী কয়েক দিন খুব প্রয়োজন না পড়লে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা। 

এদিকে অনেক জায়গায় ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ কিংবা দেরিতে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উত্তর ভারতে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি রাজধানী দিল্লির তাপমাত্রা নেমেছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। আর ২০১৯ সালের জানুয়ারিতে রেকর্ড ৫০ ঘণ্টার ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল দিল্লি। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ