হোম > বিশ্ব > ভারত

উত্তেজনা কমার লক্ষণ নেই দিল্লির রাজনীতিতে

কলকাতা প্রতিনিধি

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে দেশটির সংসদ সদস্যপদ থেকে সরিয়ে দেওয়াসহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এখনো সরব বিরোধীরা। রাহুলের ওপর থেকে শাস্তি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারও (২৮ মার্চ) তাঁরা বিক্ষোভ করেছেন। 

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, দেশের গণতন্ত্র নিয়ে লন্ডনে বিরূপ মন্তব্য এবং ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জন্য আদালত সাজা দেওয়ার পরও রাহুলকে ক্ষমা চাইতে হবে। এ নিয়ে মঙ্গলবারও বিজেপি সংসদ সদস্যরা সরব ছিলেন। উভয়ের দাবি ও পাল্টা দাবিতে দিল্লির রাজনীতিতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। 

মঙ্গলবার দিল্লিতে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানুষ যত বিজেপিকে ভোট দেবেন, বিরোধীরা হতাশা থেকে ততই সমালোচনা করবে। বিজেপি জিতেছে, তাই বিরোধীরা এত সরব। 

ভারতের সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী দলীয় বৈঠকের পর সাংবাদিকদের জানান, প্রতিটি এলাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে প্রধানমন্ত্রী দলকে নির্দেশ দিয়েছেন। 

এদিকে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজ হওয়ার পর গত সোমবারই তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়। রাহুলও জানিয়েছেন, তিনি দ্রুত বাংলো ছেড়ে দেবেন। তবে কংগ্রেস নেতারা এ বিষয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি