হোম > বিশ্ব > ভারত

উত্তেজনা কমার লক্ষণ নেই দিল্লির রাজনীতিতে

কলকাতা প্রতিনিধি

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে দেশটির সংসদ সদস্যপদ থেকে সরিয়ে দেওয়াসহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এখনো সরব বিরোধীরা। রাহুলের ওপর থেকে শাস্তি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারও (২৮ মার্চ) তাঁরা বিক্ষোভ করেছেন। 

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, দেশের গণতন্ত্র নিয়ে লন্ডনে বিরূপ মন্তব্য এবং ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জন্য আদালত সাজা দেওয়ার পরও রাহুলকে ক্ষমা চাইতে হবে। এ নিয়ে মঙ্গলবারও বিজেপি সংসদ সদস্যরা সরব ছিলেন। উভয়ের দাবি ও পাল্টা দাবিতে দিল্লির রাজনীতিতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। 

মঙ্গলবার দিল্লিতে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানুষ যত বিজেপিকে ভোট দেবেন, বিরোধীরা হতাশা থেকে ততই সমালোচনা করবে। বিজেপি জিতেছে, তাই বিরোধীরা এত সরব। 

ভারতের সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী দলীয় বৈঠকের পর সাংবাদিকদের জানান, প্রতিটি এলাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে প্রধানমন্ত্রী দলকে নির্দেশ দিয়েছেন। 

এদিকে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজ হওয়ার পর গত সোমবারই তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়। রাহুলও জানিয়েছেন, তিনি দ্রুত বাংলো ছেড়ে দেবেন। তবে কংগ্রেস নেতারা এ বিষয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত