হোম > বিশ্ব > ভারত

ভারতে আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা

আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেব সমাধি সরিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ করেছে বজরং দল। পরবর্তীতে এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি ধর্মগ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য নাগপুরের বিভিন্ন এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষ পরে কোতোয়ালি ও গণেশপেথ এলাকাতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চিতনিস পার্ক ও মহাল এলাকায় কাঁদানে গ্যাসের নিক্ষেপ করে। এ ছাড়া শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশ স্থানীয় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।

জানা গেছে, আজ সোমবার বিকেলে মহাল এলাকায় ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির কাছে বাজরং দল বিক্ষোভ শুরু করে। এসময় তারা আওরঙ্গজেব সমাধি অপসারণের দাবি জানায়।

পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সন্ধ্যায় গণেশপেথ থানায় ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

এই অভিযোগের পর শহরের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ জড়ো হতে শুরু করে। মহাল, কোতোয়ালি, গণেশপেথ ও চিতনভিস পার্ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

তবে বাজরং দলের নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়, তারা কেবল আওরঙ্গজেব কুশপুত্তলিকা দাহ করেছে। ধর্মগ্রন্থ পোড়ানোর কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম (কিউআরটি), দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ ও স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যও ডাকা হয়েছে।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস স্থানীয় নাগরিকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে এবং মহাল এলাকায় পাথর নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলা করছে।’

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িও নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নাগপুর ঐতিহাসিকভাবে শান্তিপূর্ণ এলাকা। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। গুজবে কান দেবেন না এবং রাস্তায় নেমে কোনোপ্রকার সহিংসতায় জড়াবেন না।’

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত