হোম > বিশ্ব > ভারত

গুজরাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১০ জন নিহত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি গাড়ি ধাক্কা দিলে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আজ বুধবার এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, নিহতরা সবাই মারুতি সুজুকি এরটিগা গাড়ির আরোহী এবং তাঁরা ভাদোদরা থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন। দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স ও একটি এক্সপ্রেস হাইওয়ে প্যাট্রল টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মহারাষ্ট্র-নিবন্ধিত ট্রাকটি এক্সপ্রেসওয়ের বাঁ লেনে পার্ক করা ছিল। এ অবস্থায় পেছন থেকে এসে ট্রাকটিকে ধাক্কা দেয় মারুতি সুজুকি গাড়ি। সংবাদ সংস্থা পিটিআই খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়াকে উদ্ধৃত করে এসব তথ্য দিয়েছে।

রাজেশ গাধিয়া বলেন, চালক এবং পাঁচ বছরের শিশুসহ নিহতদের সবাই সেই গাড়ির আরোহী ছিলেন। খেদা জেলার নাদিয়াদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি মহারাষ্ট্রের পুনে থেকে জম্মু যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা ভাদোদরা, নাদিয়াদ, আহমেদাবাদসহ গুজরাটের বিভিন্ন শহরের বাসিন্দা এবং এখন পর্যন্ত নিহতদের মধ্যে মাত্র চারজনকে চিহ্নিত করা হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। ওই এলাকার সংসদ সদস্য পঙ্কজ দেশাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সময়মতো ব্রেক কষতে না পারায় হয়তো ওই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছিল গাড়িটি।

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি