হোম > বিশ্ব > ভারত

পেট্রলের দাম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন রামদেব

ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের কাছ থেকে কঠোর সমালোচনা শুনতে হচ্ছে ক্ষমতাসীন বিজেপিকে। যোগ গুরু রামদেব বিজেপির একজন কট্টর সমর্থক হিসেবেই পরিচিত। অতীতে তিনি পেট্রলের দাম কমানোর পক্ষে কথা বলেছিলেন। কিন্তু এখন মৌনব্রত অবলম্বন করেছেন। এ নিয়ে প্রশ্ন করাতে ক্যামেরার সামনেই এক সাংবাদিকের বিরুদ্ধে ওপর ক্ষেপে গেলেন তিনি। রীতিমতো হুমকি দিয়ে বসেছেন এ যোগী।

হরিয়ানার কর্নালে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে একজন সাংবাদিক পতঞ্জলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রামদেবকে পেট্রল নিয়ে তাঁর আগের মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করেন। রামদেব এর আগে গণমাধ্যমে বলেছিলেন, জনগণকে এমন একটি সরকার বেছে নেওয়া উচিত যারা প্রতি লিটার পেট্রল ৪০ রুপি এবং রান্নার গ্যাস প্রতি সিলিন্ডার ৩০০ রুপি নিশ্চিত করতে পারবে। 

এতেই ক্ষেপে যান রামদেব। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বলেছি, তো আপনি কী করতে পারেন? এমন প্রশ্ন আর করবেন না। আমি কি আপনার থেকে ঠিকদারি নিয়েছি যে, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে?’ 

সাংবাদিক আবার প্রশ্ন করলে চরম বিরক্তি প্রকাশ করেন রামদেব। সাংবাদিকের দিকে ইঙ্গিত করে রাগতস্বরে বলেন, ‘আমি ওই মন্তব্য করেছি। আপনি হলে কী করতেন? একদম চুপ করুন। আবার যদি জিজ্ঞাসা করেন, তাহলে ভালো হবে না। এভাবে কথা বলবেন না। ভদ্র বাবা-মায়ের সন্তানের মতো আচরণ করুন।’ 

মানুষকে কঠিন সময়ে আরও কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে বাবা রামদেব বলেন, ‘সরকার বলছে, জ্বালানির দাম যদি কম হয়, তারা ট্যাক্স পাবে না, তাহলে তারা কীভাবে দেশ চালাবে, বেতন দেবে, রাস্তাঘাট বানাবে? হ্যাঁ, মূল্যস্ফীতি কমাতে হবে, আমি একমত...কিন্তু মানুষের কঠোর পরিশ্রম করা উচিত। এই দেখেন আমি সকাল ৪টায় ঘুম থেকে উঠি এবং রাত ১০টা পর্যন্ত কাজ করি।’ রামদেব যখন এসব কথা বলছিলেন তখন তাঁর চারপাশে বসা ভক্তকুল হাততালি দিচ্ছিলেন।

গতকাল বুধবার পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বেড়েছে, গত নয় দিনে মোট বেড়েছে প্রতি লিটারে ৫ দশমিক ৬০ রুপি। দিল্লিতে এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১ দশমিক ০১ এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯২ দশমিক ২৭ রুপি। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস বলছে, ইউপিএ সরকার কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশি থাকা সত্ত্বেও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান