বিনা প্রতিদ্বন্দিতায় ফের তৃণমূলের সভানেত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। আজ বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে তাঁর বিরুদ্ধে কেউ মনোনয়ন দাখিল করেননি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়।
সভানেত্রী নির্বাচিত হয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে আগামী লোকসভা নির্বাচনে ৪২টি কেন্দ্রেই দলের জয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ করতে হবে। তৃণমূল যদি বাংলা থেকে সিপিএমকে তাড়াতে পারে তবে কেন্দ্রেও পারবে। তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন। তৃণমূল মুখে নয়, কাজে বিশ্বাস করে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন, ‘আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন। আর আমাকে বলুন দিদি আপনি দেশ থেকে বিজেপিকে হঠান।’