হোম > বিশ্ব > ভারত

ইডির জিজ্ঞাসাবাদে যাচ্ছেন না সোনিয়া

ভারতীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিভাগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদে হাজির হবেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী তাঁর কোভিডের বিষয়ে চিকিৎসকের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে কোথাও যাবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। তাদের দুজনের জন্য দুটি আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছিল। রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল ২ জুন এবং সোনিয়া গান্ধীকে ৮ জুন। কিন্তু ২ জুন রাহুল গান্ধী বিদেশ থাকায় তিনি ইডি কার্যালয়ে যেতে পারেননি।

কংগ্রেসের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২ জুন কোভিডে আক্রান্ত হওয়া সোনিয়া গান্ধী (৭৫) এখনো সেরে ওঠেননি। সূত্র জানিয়েছে, সোনিয়া চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই কেবল তারপর ইডি কার্যালয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

উল্লেখ্য, ইডি সোনিয়া এবং রাহুলকে কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। এ ছাড়া, ন্যাশনাল হেরাল্ডের পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মালিকানা গ্রহণের সময় প্রতারণা, ষড়যন্ত্র এবং অপরাধী কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 

তবে, কংগ্রেস দাবি করেছে—ইডি যেমনটা দাবি করেছে যে, মানি লন্ডারিং বা অবৈধ আর্থিক লেনদেন করা হয়েছে তার কোনো প্রমাণই নেই। ইডির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা