হোম > বিশ্ব > ভারত

ইডির জিজ্ঞাসাবাদে যাচ্ছেন না সোনিয়া

ভারতীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিভাগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদে হাজির হবেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী তাঁর কোভিডের বিষয়ে চিকিৎসকের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে কোথাও যাবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। তাদের দুজনের জন্য দুটি আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছিল। রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল ২ জুন এবং সোনিয়া গান্ধীকে ৮ জুন। কিন্তু ২ জুন রাহুল গান্ধী বিদেশ থাকায় তিনি ইডি কার্যালয়ে যেতে পারেননি।

কংগ্রেসের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২ জুন কোভিডে আক্রান্ত হওয়া সোনিয়া গান্ধী (৭৫) এখনো সেরে ওঠেননি। সূত্র জানিয়েছে, সোনিয়া চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই কেবল তারপর ইডি কার্যালয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

উল্লেখ্য, ইডি সোনিয়া এবং রাহুলকে কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। এ ছাড়া, ন্যাশনাল হেরাল্ডের পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মালিকানা গ্রহণের সময় প্রতারণা, ষড়যন্ত্র এবং অপরাধী কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 

তবে, কংগ্রেস দাবি করেছে—ইডি যেমনটা দাবি করেছে যে, মানি লন্ডারিং বা অবৈধ আর্থিক লেনদেন করা হয়েছে তার কোনো প্রমাণই নেই। ইডির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। 

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার