ঢাকা: করোনা আক্রান্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি নর্মদাবেন মোদির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রহ্নাদ মোদি জানিয়েছেন, তাদের চাচিকে ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের জন্য তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ফলে মোদি পরিবারে শোক নেমে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্তানদের সঙ্গে আহমেদাবাদেই থাকতেন নর্মদাবেন মোদি।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছে ভারত । আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত এক কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এই পর্যন্ত করোনায় দুই লাখ এক হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে।