হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যু, সিবিআই তদন্ত দাবি অমিত শাহের

ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বিজেপি কর্মীর মৃত্যুর বিষয়ে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তদন্তের আহ্বান জানিয়েছেন। অর্জুন চৌরাশিয়া নামের ওই বিজেপি কর্মীকে একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের যুব শাখার সদস্য অর্জুন চৌরাশিয়ার মরদেহ উত্তর কলকাতায় তাঁর বাড়ির কাছের একটি পরিত্যক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহর সফরের সময়ই এই ঘটনা ঘটল। অর্জুন চৌরাশিয়ার মৃত্যু বর্তমানে পশ্চিমবঙ্গের আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরকে অভিযুক্ত করছে। শুক্রবার অমিত শাহকে স্বাগত জানাতে পরিকল্পিত এক বাইক র‍্যালির নেতৃত্ব দেওয়ার কথা ছিল। 

বিজেপির বেঙ্গল ইউনিট এক টুইট বার্তায় বলেছে, ‘২৭ বছর বয়েসি অর্জুন চৌরাশিয়াকে উত্তর কলকাতায় নৃশংসভাবে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের এই ক্রমাগত হত্যা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পতনকেই সামনে আনে। গত বছরে ৫৭ জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের হাতে গণতন্ত্র বিধ্বস্ত হয়েছে।’ 

পশ্চিমবঙ্গ সফররত অমিত শাহ আজ বিকেলে অর্জুন চৌরাশিয়ার বাড়িতে যাবেন। 

পশ্চিমবঙ্গ বিজেপির জ্যেষ্ঠ নেতা রাহুল সিনহা বলেছেন, ‘অমিত শাহের সফরের কারণেই তৃণমূলের শীর্ষ নেতাদের নির্দেশে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। অর্জুন চৌরাশিয়াকে বরাবরের মতোই তৃণমূল স্টাইলে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দিয়েছিল। এই ঘটনার সঙ্গে শুধু নিম্নস্তরের তৃণমূল নেতারাই জড়িত নয়, শীর্ষ নেতারাও জড়িত।’ 

অভিযোগ অস্বীকার করে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। পুলিশ বিষয়টি তদন্ত করুক।’ 

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের