হোম > বিশ্ব > ভারত

আরএসএসের বৈঠকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে আলোচনা

আরএসএস প্রধান মোহন ভগবত। সংগৃহীত

ভারতে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠক। আজ শুক্রবার শুরু হওয়া (২৫ অক্টোবর) এই বিশেষ বৈঠক আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। দলিত শ্রেণির কাছে পৌঁছানো, জাতীয় স্তরের বিভিন্ন ইস্যু, জম্মু-কাশ্মীরের ভোট পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতা, ওটিটি প্ল্যাটফর্মের ওপর নিয়ন্ত্রণ—এই সমস্ত কিছুই আলোচিত হবে আরএসএসের অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠকে।

এই বৈঠকে আরএসএসের শতবর্ষ পালনের নানা কর্মসূচি নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।

জানা গেছে, সারা দেশ থেকে মোট ৩৯৩ জন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদাধিকারী এই বৈঠকে যোগ দেবেন। আরএসএস সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর ভাষণেই সংঘ প্রধান মোহন ভাগবত বিবিধ ইস্যু স্থির করে দিয়েছিলেন— সে নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।

আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেকর এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের গুজবের মোকাবিলায় সমাজকে সংঘটিত করা ও সহাবস্থান নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এর পাশাপাশি, শিশুদের মনে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের নেতিবাচক প্রভাব ও সামাজিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি নিয়েও হবে আলোচনা।

সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, ভারতের মহান সন্তানদের জীবনী ও সে বিষয়ে সংঘের কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী, বিরসা মুণ্ডা, অহল্যাবাঈ হোলকার, রানি দুর্গাবতীদের নিয়ে আলোচনা হবে।

আগামী বছরের বিজয়া দশমী উদ্‌যাপন নিয়েও সংঘের এই বৈঠকে আলোচনা হবে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’