হোম > বিশ্ব > ভারত

আরএসএসের বৈঠকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে আলোচনা

আরএসএস প্রধান মোহন ভগবত। সংগৃহীত

ভারতে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠক। আজ শুক্রবার শুরু হওয়া (২৫ অক্টোবর) এই বিশেষ বৈঠক আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। দলিত শ্রেণির কাছে পৌঁছানো, জাতীয় স্তরের বিভিন্ন ইস্যু, জম্মু-কাশ্মীরের ভোট পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তাহীনতা, ওটিটি প্ল্যাটফর্মের ওপর নিয়ন্ত্রণ—এই সমস্ত কিছুই আলোচিত হবে আরএসএসের অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের বৈঠকে।

এই বৈঠকে আরএসএসের শতবর্ষ পালনের নানা কর্মসূচি নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।

জানা গেছে, সারা দেশ থেকে মোট ৩৯৩ জন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদাধিকারী এই বৈঠকে যোগ দেবেন। আরএসএস সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর ভাষণেই সংঘ প্রধান মোহন ভাগবত বিবিধ ইস্যু স্থির করে দিয়েছিলেন— সে নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।

আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেকর এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের গুজবের মোকাবিলায় সমাজকে সংঘটিত করা ও সহাবস্থান নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এর পাশাপাশি, শিশুদের মনে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের নেতিবাচক প্রভাব ও সামাজিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি নিয়েও হবে আলোচনা।

সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, ভারতের মহান সন্তানদের জীবনী ও সে বিষয়ে সংঘের কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী, বিরসা মুণ্ডা, অহল্যাবাঈ হোলকার, রানি দুর্গাবতীদের নিয়ে আলোচনা হবে।

আগামী বছরের বিজয়া দশমী উদ্‌যাপন নিয়েও সংঘের এই বৈঠকে আলোচনা হবে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার