হোম > বিশ্ব > ভারত

পলাতক সেনাদের ফিরিয়ে নিতে এসে ভারতে বিধ্বস্ত মিয়ানমারের জান্তাবাহিনীর বিমান 

ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাদের দেশে ফিরিয়ে নিতে এসেছিল জান্তাবাহিনীর একটি পরিবহন বিমান। কিন্তু দুর্ঘটনাবশত বিমানটি মিজোরামের লেংপুই বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সাধারণভাবে সমতল হলেও লেংপুই বিমানবন্দর এলাকার আবহাওয়া সব সময়ই বিপজ্জনক অবস্থায় থাকে। যার ফলে, গতকাল সোমবার মিয়ানমারের জান্তাবাহিনীর শানজি ওয়াই-৮ মডেলের বিমানটি লেংপুই বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিমানটির ফিউজিলাজ বা মূল কাঠামো দুই অংশে ভেঙে যায়।

ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস গত সোমবার জানিয়েছিল, গত সপ্তাহে মোট ২৭৬ জন জান্তা সেনা মিজোরামে প্রবেশ করে। তাদের মধ্যে গত সোমবার ১৮৪ জনকে ফেরত পাঠানো হয়। বাকিদের ফিরিয়ে নিতেই এসেছিল জান্তাবাহিনীর শানজি ওয়াই-৮ মডেলের বিমানটি। কিন্তু অবতরণকালে দুর্ঘটনা ঘটায় বিষয়টি আপাতত স্থগিত আছে।

আসাম রাইফেলস আরও জানিয়েছে, গত ১৭ জানুয়ারি মিজোরামের লংলাই জেলা সীমান্ত পেরিয়ে প্রবেশ করে জান্তা সেনারা এবং আসাম রাইফেলসের সহায়তা চায়। জেলাটি বাংলাদেশ-ভারত-মিয়ানমার তিন দেশের সীমান্তের খুবই কাছে। মূলত রাখাইন রাজ্যে বিদ্রোহীরা ব্যাপক আক্রমণ শানানোর ফলে নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায় জান্তা সেনারা।

পরে আসাম রাইফেলসের তত্ত্বাবধানেই রাখা হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের। জান্তা সরকারের সঙ্গে কথা বলে ভারত মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। কিন্তু দুর্ঘটনার কারণে সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আসাম রাইফেলস জানিয়েছে, ভারতে থেকে যাওয়া বাকি ৯২ জন জান্তা সেনাকে আজ মঙ্গলবারই ফেরত পাঠানো হবে মিয়ানমারে।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর