হোম > বিশ্ব > ভারত

ভারতের কানপুরে ট্রাক্টর উল্টে নারী-শিশুসহ ২২ তীর্থযাত্রীর মৃত্যু 

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ২২ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২৫ জনেরও বেশি লোক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নারী-শিশুসহ ৫০ জন তীর্থযাত্রীকে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টর ট্রলি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। তীর্থযাত্রীরা উনাও জেলার চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ট্রাক্টর ট্রলিতে করে ফিরছিল। ফেরার পথে কানপুরের ঘাতামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা খালি হাতেই উদ্ধার তৎপরতা শুরু করে। পরে পুলিশ এসে তাদের সঙ্গে যুক্ত হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। 

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ এবং যারা আহত হয়েছে তাদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে বরাদ্দ দিয়েছেন। 

নরেন্দ্র মোদির পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী রাকেশ সাচান ও অজিত পালকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠিয়েছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এ ঘটনার পরপরই রাজ্যের মানুষের প্রতি ট্রাক্টর ট্রলিকে বাহন হিসেবে ব্যবহার না করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাক্টর ট্রলি কেবল কৃষিকাজেই ব্যবহার হওয়া উচিত। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা