হোম > বিশ্ব > ভারত

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ে ৬ জনের মৃত্যু 

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলে আঘাত হেনেছে। ভারী বর্ষণের প্রভাবে বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার বিভিন্ন সময়ে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

চেন্নাই পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের ওয়াশারমেনপেতের বিদ্যানাথান ফ্লাইওভারে ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া সমুদ্র উপকূলের কাছের একটি বাস ডিপোর কাছ থেকে ৬০ বছরের এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এর আগে সোমবার সকালের দিকে আলান্দুরে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত দুজন চাপা পড়েন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। কাছাকাছি আরেকটি দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা আরও দুজনকে উদ্ধার করেছেন আহত অবস্থায়। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের একটি তেলের পাম্পের ছাদ ধসে সেখানকার নিরাপত্তারক্ষীদের একটি ভবন বিধ্বস্ত হয়। 

এর বাইরে পুলিশ জানিয়েছে, পান্দিয়ান নগর নামে একটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ নামে একজনের মৃত্যু হয়েছে। নচিকুপ্পাম নামে একটি এলাকায় দেয়াল ধসে মারা গেছেন ভারত (৫৩) নামে একজন। বেসান্তনগরের আর. মুরুগান নামে একজন মারা গেছেন। একটি অটোরিকশায় করে যাত্রী বহনের সময় তাঁর ওপর গাছের ডাল ভেঙে পড়লে মারা যান তিনি। 

পৃথক আরেকটি ঘটনায় পদ্মনাভন (৫৪) নামে একজন মারা গেছেন। তিনি বাজারে গিয়েছিলেন শাক-সবজি কিনতে। ফেরার পথে এক হাঁটু পরিমাণ পানিতে হাঁটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। ফুলবাজার পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য স্ট্যানলি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন