হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে নির্বাচনের আগে কংগ্রেসে ফিরল সিন্ধিয়ার ডান হাত

ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সহযোগী প্রমোদ ট্যান্ডন কংগ্রেসে পুনরায় যোগ দিয়েছেন। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে গতকাল শনিবার সিন্ধিয়ার ডান হাত ট্যান্ডন আগের দলে ফেরার ঘোষণা দেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ট্যান্ডনের সঙ্গে রামকিশোর শুক্লা এবং দীনেশ মালহারও কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরা ইন্দোরে কংগ্রেসের প্রধান কমল নাথের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন। 

২০২০ সালের মার্চে ইন্দোরে কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে সিন্ধিয়া ও তাঁর ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়কেরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তখন ট্যান্ডনও তাঁদের সঙ্গী হন। 

ট্যান্ডনকে রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য করা হয়েছিল, কিন্তু তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। তিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর পিতা প্রয়াত মাধবরাও সিন্ধিয়ার অন্ধ অনুগত ছিলেন। 

এদিকে গত ১৮ অগাস্ট ভোপালে শত শত সমর্থকসহ বিজেপির আরেক কার্যনির্বাহী কমিটির সদস্য সমন্দর প্যাটেল কংগ্রেসে যোগ দেন। 

প্যাটেল পিটিআইকে বলেছেন, ট্যান্ডন হলেন সিন্ধিয়া শিবিরের ষষ্ঠ নেতা হিসেবে কংগ্রেসে পুনরায় যোগদান করেছেন। 

এ ছাড়া আরেক রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য বৈজনাথ সিং যাদব গত জুলাইয়ে কংগ্রেসে যোগ দেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে