হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে নির্বাচনের আগে কংগ্রেসে ফিরল সিন্ধিয়ার ডান হাত

ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সহযোগী প্রমোদ ট্যান্ডন কংগ্রেসে পুনরায় যোগ দিয়েছেন। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে গতকাল শনিবার সিন্ধিয়ার ডান হাত ট্যান্ডন আগের দলে ফেরার ঘোষণা দেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ট্যান্ডনের সঙ্গে রামকিশোর শুক্লা এবং দীনেশ মালহারও কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরা ইন্দোরে কংগ্রেসের প্রধান কমল নাথের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন। 

২০২০ সালের মার্চে ইন্দোরে কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে সিন্ধিয়া ও তাঁর ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়কেরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তখন ট্যান্ডনও তাঁদের সঙ্গী হন। 

ট্যান্ডনকে রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য করা হয়েছিল, কিন্তু তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। তিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর পিতা প্রয়াত মাধবরাও সিন্ধিয়ার অন্ধ অনুগত ছিলেন। 

এদিকে গত ১৮ অগাস্ট ভোপালে শত শত সমর্থকসহ বিজেপির আরেক কার্যনির্বাহী কমিটির সদস্য সমন্দর প্যাটেল কংগ্রেসে যোগ দেন। 

প্যাটেল পিটিআইকে বলেছেন, ট্যান্ডন হলেন সিন্ধিয়া শিবিরের ষষ্ঠ নেতা হিসেবে কংগ্রেসে পুনরায় যোগদান করেছেন। 

এ ছাড়া আরেক রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য বৈজনাথ সিং যাদব গত জুলাইয়ে কংগ্রেসে যোগ দেন।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার