হোম > বিশ্ব > ভারত

ভারতের ৫ রাজ্যে ভোট, আজ শেষ হচ্ছে প্রচার

তরুণ চক্রবর্তী, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী মঙ্গলবার। আজ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হচ্ছে ভোটের প্রচার। পশ্চিমবঙ্গে অবশ্য আরও পাঁচ দফায় ভোট হবে। পাঁচ রাজ্যেই ভোট গননা ২মে।    

২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রে ভোটের সরব প্রচার শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। এই ৩১ কেন্দ্রই তৃণমূলের দাপট বেশি। কিন্তু এবার বিজেপি শক্ত চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ।

গতবার নির্বাচনে ৩১টি কেন্দ্রের মধ্যে ৩০টিই জিতেছিল মমতা ব্যানার্জির তৃণমূল। একটি পেয়েছিল কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও ২৯টি কেন্দ্রে বিজেপিকে টেক্কা দেয় তৃণমূল। দুটিতে এগিয়েছিল বিজেপি। এবার জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে নামেন। বিজেপি ছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সাথে নিয়ে বাম-কংগ্রেসও কয়েকটি কেন্দ্রে নিজেদের প্রভাব বাড়িয়েছে। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ভোট হয়েছে ৬০টি কেন্দ্রে। আট দফায় ভোট শেষ হবে ২৯ এপ্রিল। উল্লেখ্য, এবারই প্রথম রাজ্যে এক মাসেরও বেশি সময় ধরে ভোট হচ্ছে।    

আসামের ১২৬ কেন্দ্রের ভোট হচ্ছে তিন দফায়। শেষ দফায় ৪০ আসনে ভোট হবে মঙ্গলবার। প্রচার শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। মূল লড়াই কংগ্রেসের মহাজোটের সঙ্গে বিজেপির মিত্রজোটের। এখানেও লড়াই হাড্ডাহাড্ডি।

এই ৫ রাজ্যের মধ্যে একমাত্র আসামেই রয়েছে বিজেপি সরকার। তাই আসামে গদি ধরে রাখতে মরিয়া বিজেপি। তবে ক্ষমতায় ফিরতে চেষ্টার ত্রুটি রাখেনি কংগ্রেসও। মোদির সাথে পাল্লা দিয়ে প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধি প্রচারে ঝড় তোলেন।

ভারতে একমাত্র দক্ষিণ ভারতের কেরালাতেই রয়েছে বামেদের সরকার। কেরালাতেও ভোট প্রচার আজ শেষ হচ্ছে।  ১৪০ আসনের কেরালা বিধানসভায় এক দফাতেই ভোট করছে নির্বাচন কমিশন।

তামিলনাডু বিধানসভার আসন সংখ্যা ২৩৪ হলেও এক দফাতেই ভোট হচ্ছে। এখানে লড়াই দুই আঞ্চলিক দলের। বিজেপি এখানে এআইডিএমকের সাথে আঁতাত করেছে। এখানে কংগ্রেসের সাথে আছে ডিএমকে।  

রাজ্যের মধ্যে একমাত্র পুদুচেরিতেই ছিল কংগ্রেসের সরকার। কিন্তু কিছুদিন আগে দলবদলে সেই সরকারেরও পতন হয়। এবার ফের সরকার গঠন করতে মরিয়া তারা। ৩০ সদস্যের পুদুচেরি বিধানসভাতেও এক দিনেই ভোট হচ্ছে আগামী মঙ্গলবার। 

প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। মানা হচ্ছে কভিড প্রটোকল। ভোটের সাথে যুক্ত সকলকেই কভিড প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রে ইভিএম পাহারায় সশস্ত্র নিরাপত্তাবাহিনী নিয়োজিত থাকবে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’