হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে দুর্গাপূজার উৎসবে সরকারি ব্যয়, বিরোধীদের কটাক্ষ

কলকাতা প্রতিনিধি

দুর্গাপূজার এখনো ৩০ দিন বাকি। কিন্তু গতকাল বুধবার থেকেই শারদ উৎসবে মেতে উঠেছে কলকাতা। জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনেসকো কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রা। তবে রাষ্ট্রীয় ব্যয়ে এই শোভাযাত্রার আয়োজন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী রাজনীতিবিদেরা। 

কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আনন্দ উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব পূজা কমিটির প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ঢাক-কাঁসর বাজিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজ্যের লোকসংস্কৃতি সহকারে বিশাল শোভাযাত্রা রেড রোডে গিয়ে শেষ হয়। 

রেড রোডে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ থেকে শারদ উৎসব শুরু হয়ে গেছে। এ উৎসব দল-মত নির্বিশেষে সবার। আশা করি সবাই এতে শামিল হবেন।’ 

এদিকে, সরকারি অর্থে এ ধরনের উৎসবের সমালোচনা করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ করে বলেছেন, ‘এটাই ওনার রেসিপি, রাজনীতি। লুঠপাট হচ্ছে, ভাবার দরকার নেই, আমি তো আছি। আসুন না, আনন্দ করুন। এভাবে রাজনীতি চলছে। বাংলাকে শ্মশান করে দিয়ে যাবেন।’ 

সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিমের অভিযোগ, ‘দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’ প্রতি বছরের মতো আজ বামদের যুদ্ধবিরোধী মিছিলের অনুমতি না দেওয়ারও সমালোচনা করেন তিনি।

শোভাযাত্রায় কলকাতার তিন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সৌরভ গাঙ্গুলীকেও দেখা গেছে শোভাযাত্রায়। এ ছাড়া রাজ্যের প্রতিটি জেলায়ও একই রকমভাবে ইউনেসকোকে ধন্যবাদ জানানো হয়।

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র