হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন, নির্লিপ্ত রাহুল

কলকাতা প্রতিনিধি

অবশেষে ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন শুরু হতে যাচ্ছে। আগামী ২১ আগস্ট দলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচন নিয়ে দলের ভেতরে সাজ সাজ রব পড়ে গেলেও এখনো নির্লিপ্ত দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

দলের বর্তমান প্রেসিডেন্ট ৭৪ বছর বয়সী সোনিয়া গান্ধী দায়িত্ব সামলালেও নতুন প্রেসিডেন্ট নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হারের পর রাহুল গান্ধী দলীয় প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন। তিনি নতুন করে প্রেসিডেন্ট হতে চান কিনা এই বিষয়টিও খোলাসা করেননি।

এবারও তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দলীয় প্রেসিডেন্টের পদ প্রার্থী হওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু এখনো কোনো ইঙ্গিত আসেনি রাহুল গান্ধীর পক্ষ থেকে। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে সভাপতি নির্বাচিত হবেন। তারপর শুরু হবে কার্যনির্বাহী কমিটির পদাধিকারী ও সদস্য নির্বাচন। তাই সর্বসম্মত সভাপতি নির্বাচনের স্বার্থে রাহুলকেই রাজি করাতে ব্যস্ত কংগ্রেসের নেতারা।

এদিকে, কংগ্রেসের প্রধান পদে গান্ধী পরিবারের বাইরের কোনো নেতাকে নির্বাচিত করার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনা-চিন্তা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি বলে জানিয়েছে কংগ্রেসের একটি সূত্র। তবে, এখনো কংগ্রেস নেতৃবৃন্দের একটি বড় অংশ চান, গান্ধী পরিবারেরই কেউ দলটির চালকের আসনে থাক। তাঁরা মনে করেন, দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য গান্ধীরাই আদর্শ।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’