হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে হিজাব পরায় কলেজ শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ

ভারতের কর্ণাটকে হিজাব পরায় কলেজ শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছর রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের কুন্দাপুর উপকূলীয় উডুপি জেলার একটি উচ্চমাধ্যমিক কলেজের শিক্ষার্থীদের ক্লাস করতে দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে অনুরোধ করতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানায়, তাদের পরীক্ষা আর মাত্র দুই মাস পরে। এমন সময়ে কলেজ কেন হিজাব ইস্যুতে বাধা তৈরি করছে?

কর্ণাটকে কলেজ শিক্ষার্থীরা হিজাব পরে কলেজে যেতে পারে, তবে ক্লাসরুমে গিয়ে সেটি খুলে ফেলতে হয়।

এ নিয়ে উডুপি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এস আঙ্গারা জানান, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই নিয়মই অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব। প্রতিটি কলেজের জন্য আলাদা নিয়ম খসড়া করা কঠিন। তবে তা করা হলে সরকারকে অবগত করে সিদ্ধান্ত নেবে। আমি সব অংশীজনের সঙ্গে বসে বৈঠক করব।’

গতকাল বুধবার কিছু শিক্ষার্থী কলেজে হিজাব পরে গেলে তাদের ঢুকতে না দিলে তা নিয়ে বিতর্ক শুরু হয়।

এর এক মাস আগেও উডুপিতে পিইউ গার্লস কলেজে হিজাব পরায় শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। তখন এক শিক্ষার্থী এ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা