হোম > বিশ্ব > ভারত

কলকাতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘বিজয় দিবস’ উদ্‌যাপনে যোগ দিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল

কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানের মহড়া দিচ্ছে ভারতীয় সশস্ত্রবাহিনী। ছবি: পিটিআই

পশ্চিমবঙ্গের কলকাতায় ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর জয় স্মরণে এই অনুষ্ঠান আয়োজিত হবে। ভারতের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি প্রতিনিধিদল ১৬ ডিসেম্বর কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপনে যোগ দিতে পারে। আজ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা সূত্র এ তথ্য জানিয়েছে। এতে বাংলাদেশি মুক্তিযোদ্ধারাও অংশ নিতে পারেন বলে জানিয়েছে সূত্র।

প্রতিবছর বাংলাদেশের প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধারাও থাকেন। এ ছাড়া, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মরত কর্মকর্তারা ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপনে যোগ দেন। প্রতিরক্ষা সূত্র ১৬ ডিসেম্বরের উদ্‌যাপনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের সম্ভাবনার কথা জানালেও, প্রতিনিধিদলের আকার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ফোর্ট উইলিয়ামে অবস্থিত ভারতের ইস্টার্ন কমান্ড সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা উদ্‌যাপনে বিজয় দিবসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করবে।

হেডকোয়ার্টার্স ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল স্টাফ (এমজিজিএস) মেজর জেনারেল মোহিত শেঠ সম্প্রতি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। তিনি জানান, ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়া, ১৬ ডিসেম্বর কলকাতার মিলিটারি ট্রেনিং সেন্টারে ১৯৭১ সালের যুদ্ধের বীরদের অদম্য সাহসকে সম্মান জানাতে একটি সামরিক প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের