হোম > বিশ্ব > ভারত

দল ভাঙলেই মামলা তুলে নেবে সিবিআই, দাবি মনীশ সিসোদিয়ার 

কলকাতা প্রতিনিধি

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া দাবি করেছেন, তিনি দল ছাড়লেই সরকারি গোয়েন্দা সংস্থা সিবিআই তাঁর বিরুদ্ধে থাকা মামলা তুলে নেবে। তিনি বলেন, বিজেপিতে যোগদানের জন্য চাপ দিতেই তাঁর বিরুদ্ধে সিবিআই এবং ইডিকে লাগানো হচ্ছে। 

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশির পর বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এএপি। স্থানীয় সময় আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মনীশ লিখেছেন, ‘বিজেপি থেকে আমি একটি বার্তা পেয়েছি। আমাকে বলা হয়েছে, আম আদমি পার্টি ভেঙে বিজেপিতে যোগ দিন। আপনার বিরুদ্ধে থাকা সিবিআই এবং ইডির তদন্তাধীন মামলাগুলো আমরা বন্ধ করে দেব।’ 

মনীশ আরও দাবি করেন, সারা দেশ চাইছে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে। আর তাই বিজেপি এখন এএপিকে ভাঙতে মরিয়া বলেও অভিযোগ করেন তিনি। 

একই সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘আমি মহারানা রানা প্রতাপের বংশধর। আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। গোটা দেশ অরবিন্দ কেজরিওয়ালকেই প্রধানমন্ত্রী দেখতে চায়।’ 

এর আগে গত শুক্রবার মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশির প্রতিক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘রুপির দাম কমে যাচ্ছে। জনগণ মুদ্রাস্ফীতির কারণে ভয়াবহভাবে ভুগছে। বেকারত্ব আকাশ ছোঁয়া। আর বিজেপি সরকার সিবিআই-ইডি নিয়ে খেলছে! তাঁরা সারা দেশে নির্বাচিত সরকারের পতন ঘটাতে ব্যস্ত।’ অরবিন্দ কেজরিওয়াল দেশের আর্থিক সমস্যার বিপরীতে সিবিআই ও ইডির কার্যক্রমকে ‘সরকার পতনের পাতানো খেলা’ বলে কটাক্ষ করেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে