হোম > বিশ্ব > ভারত

যুগলকে হত্যা করে কুমিরে ভরা নদীতে ফেলে দেয় মেয়ের পরিবার 

ভারতের মধ্যপ্রদেশে ১৮ বছর বয়সী তরুণী ও ২১ বছর বয়সী যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর এই যুগলের লাশে পাথর বেঁধে কুমিরে ভরা নদীতে ফেলেছিল দুর্বৃত্তরা। রাজ্য পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার শিকার হওয়া শিবানি তমার ও রাধেশ্যাম তমারের মধ্য প্রেমের সম্পর্ক ছিল। শিবানির বাড়ি রতনবাসাই গ্রামে ও রাধেশ্যামের বাড়ি পাশের বালুপুরা গ্রামে ছিল। তবে তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় শিবানির পরিবার। একপর্যায়ে শিবানির পরিবার দুজনকেই হত্যা করে রতনবাসাই গ্রামের পাশের ওই নদীতে ফেলে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এদিকে রাধেশ্যামের বাবা নিজের ছেলে ও ওই তরুণী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে ধারণা করেছিল তারা হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু গ্রামের কেউ তাঁদের এলাকা ছাড়তে দেখেনি। এরপর পুলিশ ওই তরুণীর বাবা ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পরিবারটি দুজনকে হত্যার দায় স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

শিবানি তমারের পরিবার পুলিশকে জানায়, শিবানি এবং রাধেশ্যামকে ৩ জুন গুলি করে হত্যা করা হয়। এরপর মরদেহ ভারী পাথরের সঙ্গে বেঁধে চম্বল নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

রাজ্য পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ওই তরুণীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। যুগলটিকে খুন করে লাশ চম্বল নদীতে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছে। আমরা মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দলের সাহায্য নিয়েছি।’

চম্বল নদীর ওই অভয়ারণ্য অংশে দুই হাজারের অধিক ঘড়িয়াল ও ৫০০-এর বেশি মিঠাপানির কুমির রয়েছে।

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক