হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ধস নামল ভারতের শেয়ারবাজারে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ব্লুমবার্গ

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার (৯ মে) ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো বাদে প্রায় সব খাতেই ছিল বিক্রির চাপ।

যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, অপারেশন সিঁদুরের জের ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় ভারতের শেয়ারবাজারে এমন ধস নেমেছে। এদিন বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারের সেনসেক্স ৮৮০ পয়েন্ট কমে ৭৯ হাজার ৪৫৪-এ দাঁড়ায়, আর নিফটি সামান্য ব্যবধানে ২৪ হাজারের ওপরে অবস্থান ধরে রাখে। ক্ষুদ্র ও মাঝারি মূলধনী শেয়ারগুলোর পতন ছিল আরও তীব্র—কিছু ক্ষেত্রে দুই শতাংশ পর্যন্ত নেমে গেছে। বাজারে অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিক্স’ ৬ শতাংশ বেড়ে ২২.২৭-এ পৌঁছায়। এই চিত্র বিনিয়োগকারীদের বাড়তে থাকা উদ্বেগের ইঙ্গিত দেয়।

বিশ্লেষকেরা মতে, শুক্রবার সকালেই শেয়ারবাজারের এমন পতনের কারণ পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে পশ্চিম সীমান্তে ড্রোন ও গোলাবারুদের মাধ্যমে হামলার খবর। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উত্তেজনার মাত্রা এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি। এক ট্রেডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সব পজিশন বন্ধ করে দিচ্ছি। ছুটির দিনে আরও উত্তেজনা তৈরি হলে আগামী সপ্তাহে বাজারে আরও বড় ধস নামতে পারে।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক মন্তব্যে অভিজ্ঞ বিনিয়োগকারী অম্বরীশ বালিগা বলেছেন, ‘এই উত্তেজনার পরিণতি বাজার আগে থেকে ঠিকমতো মূল্যায়ন করতে পারেনি। তাই শুক্রবারের পতন আরও তীব্র হয়ে উঠেছে।’

তবে বাজারজুড়ে বিক্রির চাপ থাকা সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা খাতের শেয়ারগুলো উল্টো পথে হাঁটছে। ভারত ইলেকট্রনিকস ও হিন্দুস্তান অ্যারোনটিকস-এর শেয়ার ২ থেকে ৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশীয় প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ও নীতিগত সমর্থনের প্রত্যাশায় এই শেয়ারগুলোতে আগ্রহ বেড়েছে। নিফটি ডিফেন্স সূচক ছিল একমাত্র লাভের মুখে থাকা খাত; বাকি ১৩টি খাতেই ক্ষতির হার ছিল লক্ষণীয়।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা