হোম > বিশ্ব > ভারত

৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে উত্তর ভারত

প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারতের বড় একটি অংশ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। গত বৃহস্পতিবারই উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি রাজস্থানের বারমার শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, খুব শিগগির এই তাপপ্রবাহ কমবে এমন সম্ভাবনা নেই। তারা বলছে, চলতি সপ্তাহের বুধবার নাগাদ এই অবস্থা চলতে পারে। 

গরমের তীব্রতা এতটাই বেশি যে, তা বিদ্যুতের চাহিদার ওপরও চাপ সৃষ্টি করেছে। গত বুধবার দিল্লিতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছিল ৮ হাজার মেগাওয়াটে, যা ভারতের রাজধানীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। দিল্লিতে চলতি সপ্তাহের বিগত কয়েক দিন থেকেই তাপমাত্রা ওঠানামা করছে ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিসহ উত্তর ভারতের শহরগুলোর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেকোনো সময় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে এসব শহরের হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো গরমসংক্রান্ত রোগ-বালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। 

দিল্লির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ৩৪ বছরের যুবক রোহিত নায়ার বলেন, ‘এই গরম এক কথায় অসহনীয়। সারা দিনই ক্লান্তি বোধ হয়। এই বছর গরম এত বেশি যে, দিল্লি যেন আক্ষরিক অর্থেই ফুটছে।’ তিনি জানান, প্রয়োজন না হলে বিকেলের আগে তিনি বাসা থেকে বের হন না। তবে আক্ষেপর বিষয় হলো—ঘরের ভেতরেও অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর