হোম > বিশ্ব > ভারত

ভোটে হারের ভয়ে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট: নরেন্দ্র মোদী 

অনাস্থা প্রস্তাবের জবাবে ওয়াকআউট করায় বিরোধী দলগুলোকে উপহাস করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘তারা সংসদ থেকে পালিয়ে গেছে।’ গত বৃহস্পতিবার সংসদে বিরোধী দলগুলোকে নিয়ে এমন উপহাস করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভোটে হারের ভয়ে সংসদ থেকে বিরোধীদলগুলো ওয়াকআউট করেছে। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে।

আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ’ এর উদ্বোধনী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘মাত্র দুই দিন আগে আমরা সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি। আমরা তাদের প্রচারিত নেতিবাচকতাকেও পরাজিত করেছি। আসলে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পাচ্ছিল। তারা ভোটাভুটি চায়নি কারণ এতে তাদের জোটের ফাটল সবার সামনে এসে যেত। তাই তারা সংসদ থেকে পালিয়েছে।’ 

লোকসভায় কণ্ঠভোটের মাধ্যমে অনাস্থা প্রস্তাব পরাজিত হয়। 

প্রধানমন্ত্রী দাবি করেন বিরোধী দলগুলো শুধু মণিপুর নিয়ে রাজনীতি করতে চেয়েছে। তারা আলোচনা নিয়ে সিরিয়াস ছিলেন না। তারা শুধু এ নিয়ে রাজনীতি করতে চেয়েছে। 

কংগ্রেসের ‘দারিদ্র্য হটাও’ স্লোগানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বাস্তবে, তারা দারিদ্র্য সরানোর জন্য ও দেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি। বিজেপি সরকার দরিদ্রদের সার্বিক উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছে।’ 

গত মাসের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভয় দেখানোর জন্য ‘সন্ত্রাস ও হুমকি’ ব্যবহার করায় তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন মোদী। 

মোদী আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে বিরোধী দলকে হুমকি দেওয়ার জন্য সহিংসতা ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও বাংলার মানুষের ভালোবাসায় জনগণের জয় হয়েছে। কিন্তু আমাদের প্রার্থীরা জয়ের পরও বিজয়ী মিছিল বের করতে পারছে না। কেউ মিছিল বের করলেই হামলার শিকার হচ্ছে। এটাই তৃণমূলের রাজনীতি।’

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী