হোম > বিশ্ব > ভারত

ভোটে হারের ভয়ে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট: নরেন্দ্র মোদী 

অনাস্থা প্রস্তাবের জবাবে ওয়াকআউট করায় বিরোধী দলগুলোকে উপহাস করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘তারা সংসদ থেকে পালিয়ে গেছে।’ গত বৃহস্পতিবার সংসদে বিরোধী দলগুলোকে নিয়ে এমন উপহাস করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভোটে হারের ভয়ে সংসদ থেকে বিরোধীদলগুলো ওয়াকআউট করেছে। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে।

আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ’ এর উদ্বোধনী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘মাত্র দুই দিন আগে আমরা সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি। আমরা তাদের প্রচারিত নেতিবাচকতাকেও পরাজিত করেছি। আসলে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পাচ্ছিল। তারা ভোটাভুটি চায়নি কারণ এতে তাদের জোটের ফাটল সবার সামনে এসে যেত। তাই তারা সংসদ থেকে পালিয়েছে।’ 

লোকসভায় কণ্ঠভোটের মাধ্যমে অনাস্থা প্রস্তাব পরাজিত হয়। 

প্রধানমন্ত্রী দাবি করেন বিরোধী দলগুলো শুধু মণিপুর নিয়ে রাজনীতি করতে চেয়েছে। তারা আলোচনা নিয়ে সিরিয়াস ছিলেন না। তারা শুধু এ নিয়ে রাজনীতি করতে চেয়েছে। 

কংগ্রেসের ‘দারিদ্র্য হটাও’ স্লোগানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বাস্তবে, তারা দারিদ্র্য সরানোর জন্য ও দেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি। বিজেপি সরকার দরিদ্রদের সার্বিক উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছে।’ 

গত মাসের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভয় দেখানোর জন্য ‘সন্ত্রাস ও হুমকি’ ব্যবহার করায় তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন মোদী। 

মোদী আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে বিরোধী দলকে হুমকি দেওয়ার জন্য সহিংসতা ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও বাংলার মানুষের ভালোবাসায় জনগণের জয় হয়েছে। কিন্তু আমাদের প্রার্থীরা জয়ের পরও বিজয়ী মিছিল বের করতে পারছে না। কেউ মিছিল বের করলেই হামলার শিকার হচ্ছে। এটাই তৃণমূলের রাজনীতি।’

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’