হোম > বিশ্ব > ভারত

মোদির মানহানি: এবার ‘শেষ আশ্রয়স্থল’ সুপ্রিম কোর্টে আপিল করলেন রাহুল 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গ’ করার দায়ে রাহুল গান্ধীর নামে মানহানি মামলা দায়ের করা হয়েছিল ২০১৯ সালে। সেই মামলায় দুই বছরের কারাদণ্ড হয়েছিল রাহুলে। এবার সেই রায় চ্যালেঞ্জ করে এবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করেছেন রাহুল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গ’ করার দায়ে রাহুল গান্ধীর নামে মানহানি মামলা দায়ের করা হয়েছিল ২০১৯ সালে। সেই মামলায় গুজরাটের একটি নিম্ন আদালত কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। পরে রাহুল নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে যথাক্রমে দায়রা আদালত এবং গুজরাট হাইকোর্টে আপিল করেন। কিন্তু দুই জায়গা থেকেই খারিজ হয়ে যায় রাহুলের আপিল। লোকসভার সদস্যপদ হারান রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাহুল গান্ধী তার বিরুদ্ধে দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। গুজরাট হাইকোর্ট রাহুলের একই আবেদন প্রত্যাখ্যান করে কারাদণ্ডাদেশ বহাল রাখার এক সপ্তাহের মাথায় রাহুল এই আপিল করলেন। 

এবার রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মোদি মানহানি মামলায় তাঁর শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি নিম্ন আদালতের রায় বহাল রাখে তবে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ তো বাতিল হবেই কারাদণ্ড ভোগ করায় তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতাও হারাবেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ‘সব চোরের উপাধি কীভাবে মোদি হয়!’ তাঁর এ মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মামলা করেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে