হোম > বিশ্ব > ভারত

কলকাতায় মুক্তিযুদ্ধের ওপর মোবাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কলকাতা প্রতিনিধি

কলকাতায় মুক্তিযুদ্ধের ওপর মোবাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার কলকাতা থেকে ছয়টি গাড়ির চিত্র প্রদর্শনীর যাত্রা শুরু করেছে। এক হাজার ২০০ কিলোমিটার সীমান্ত পথ অতিক্রম করে মুক্তিযুদ্ধ এবং বিএসএফ সংক্রান্ত ৯০টি ছবির এই প্রদর্শনী আগামী ২০ ডিসেম্বর গৌহাটি পৌঁছাবে। 

আজ শুক্রবার মোবাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান, স্পেশাল ডিজি যোগেশ বাহাদুর খুরানা বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বিশেষ ভূমিকা ছিল। একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়েও বিশেষ ভূমিকা নিয়েছিল বিএসএফ। 

যোগেশ বাহাদুর খুরানা বলেন, বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে বিএসএফের ১২৫ জন অফিসার ও জওয়ান জীবন দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য ভারতের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা ব্যক্ত করেন। 
 
গাড়িবহরের উদ্বোধনীতে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী ও সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন যোগেশ বাহাদুর খুরানা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্ত সমস্যার সমাধানে বাংলাদেশের বিজিবির সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। অনুষ্ঠানে উপস্থিত তৌফিক হাসানও উভয় দেশের বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।     

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী