হোম > বিশ্ব > ভারত

কলকাতায় মুক্তিযুদ্ধের ওপর মোবাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কলকাতা প্রতিনিধি

কলকাতায় মুক্তিযুদ্ধের ওপর মোবাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার কলকাতা থেকে ছয়টি গাড়ির চিত্র প্রদর্শনীর যাত্রা শুরু করেছে। এক হাজার ২০০ কিলোমিটার সীমান্ত পথ অতিক্রম করে মুক্তিযুদ্ধ এবং বিএসএফ সংক্রান্ত ৯০টি ছবির এই প্রদর্শনী আগামী ২০ ডিসেম্বর গৌহাটি পৌঁছাবে। 

আজ শুক্রবার মোবাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান, স্পেশাল ডিজি যোগেশ বাহাদুর খুরানা বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বিশেষ ভূমিকা ছিল। একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়েও বিশেষ ভূমিকা নিয়েছিল বিএসএফ। 

যোগেশ বাহাদুর খুরানা বলেন, বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে বিএসএফের ১২৫ জন অফিসার ও জওয়ান জীবন দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য ভারতের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা ব্যক্ত করেন। 
 
গাড়িবহরের উদ্বোধনীতে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী ও সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন যোগেশ বাহাদুর খুরানা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্ত সমস্যার সমাধানে বাংলাদেশের বিজিবির সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। অনুষ্ঠানে উপস্থিত তৌফিক হাসানও উভয় দেশের বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।     

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর