হোম > বিশ্ব > ভারত

আবারও সোনিয়া গান্ধীর বাড়িতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ পিকে

কলকাতা প্রতিবেদক

আবারও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর দিল্লির সরকারি বাসভবনে দেখা গেছে ভারতের অন্যতম সেরা ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোরে (পিকে)-কে। সোমবার পিকে-কে সোনিয়ার বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। গত শনিবারের পর সোমবার আবারও পিকে সোনিয়ার ১০ জনপথ রোডের বাড়িতে যাওয়ায় তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে ভারতে জল্পনা আরও বাড়ছে।

কংগ্রেস সূত্রে খবর, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপিকে হারাতেই কংগ্রেস নেতৃবৃন্দ বারবার বৈঠক করছেন পিকের সঙ্গে।

জানা গেছে, কংগ্রেসকে দেশের ৫৪৩টি কেন্দ্রের মধ্যে ৩৭০ থেকে ৪০০ কেন্দ্রে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন পিকে। নির্বাচনী প্রচার থেকে শুরু করে প্রার্থী বাছাইয়ের কৌশল নিয়েও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দেন পিকে।

তবে পিকে নিজে কংগ্রেসে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিনও পিকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ববৃন্দকে জোটের প্রয়োজনীয়তার কথা বোঝান।

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস চাইছে—আগামী নির্বাচনে অন্তত ৩৫০ আসন। সেই লক্ষ্যেই এখন থেকেই কৌশল নির্ধারণ করতে চাইছেন তাঁরা। একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল নিয়েও আলোচনা হয় সোনিয়া ও পিকের মধ্য। 

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার