হোম > বিশ্ব > ভারত

মোদির হেলিকপ্টারের কাছে উড়ল কালো বেলুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

তবে কী ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাহিনী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ? এ প্রশ্ন নিয়ে সরগরম ভারতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী হেলিকপ্টারের আশপাশে বেশ কিছু কালো বেলুন উড়তে দেখা যাওয়ার পর এই প্রশ্ন আরও শক্তভাবে উঠেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার হেলিকপ্টার যোগে ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়বাড়ায় গিয়েছিলেন। তাঁর পরিদর্শনস্থলে বিক্ষোভ করছিলেন কংগ্রেসের নেতা–কর্মীরা। পরে, পরিদর্শন শেষে মোদি যখন আবারও হেলিকপ্টারে করে ফিরে যাচ্ছিলেন তখনই ঘটে বিপত্তি। 

এনডিটিভি প্রকাশিত এক ভিডিও থেকে দেখা গেছে, নরেন্দ্র মোদির হেলিকপ্টার যখন উড্ডয়ন করছিল তখন হেলিকপ্টারের আশপাশে বেশ কয়েকটি কালো বেলুন উড়তে দেখা যায়। 

বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য কংগ্রেস কর্মীদের দায়ী করা হয়। 

উল্লেখ্য, মোদিকে বহনকারী হেলিকপ্টার যখন উড্ডয়ন করছিল বিমানবন্দর থেকে তখন বিমানবন্দরের পাশেই কংগ্রেসের নেতা–কর্মীরা বিক্ষোভ করছিল। এ সময় তারা, কালো বেলুন, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করছিলেন। তাঁরা মোদিকে উদ্দেশ্য করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। 

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’