হোম > বিশ্ব > ভারত

হরিয়ানা রাজ্যেও কৃষকদের গাড়িচাপা বিজেপি নেতার

কলকাতা প্রতিনিধি

উত্তর প্রদেশে গাড়িচাপায় আটজনের মৃত্যুকে ঘিরে গোটা ভারত উত্তাল হলেও ঔদ্ধত্য কমেনি শাসক দল বিজেপির। এবার হরিয়ানায় কৃষকদের অবরোধ চলাকালে তার ওপর দিয়েই গাড়িবহর চালিয়ে নিয়ে গেছেন বিজেপির সাংসদ নায়েব সাইনি। এ ঘটনায় একজন গুরুতর আহতও হয়েছেন।

এদিকে উত্তর প্রদেশে গাড়িচাপার ঘটনা নিয়ে সামাজিক গণমাধ্যমে দলের বিরুদ্ধে মুখ খোলায় বিজেপির সাংসদ বরুণ গান্ধী ও তাঁর মা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। তবে বিজেপির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপরীতে কড়া অবস্থান নিচ্ছেন ভারতের সুপ্রিম কোর্ট।

গতকাল প্রধান বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ উত্তর প্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছেন, লখিমপুর-খেরির ঘটনায় এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে?  শুক্রবারের (আজ) মধ্যে উত্তর প্রদেশ সরকারকে হলফনামা দিয়ে  এই তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে ৪ কৃষক ও এক সাংবাদিকসহ ৮ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চেয়েছেন  আদালত।

কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি তুলে দেওয়া থেকে শুরু করে কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতে দশ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। গত রোববার উত্তর প্রদেশের লখিমপুর-খেরিতে কৃষকদের অবরোধের ওপর দিয়ে গাড়িবহর চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। ৪ কৃষক, এক সাংবাদিকসহ ৮ জন মারা যান। অভিযোগ, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে আশিস। প্রতিমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনার মধ্য দিয়ে উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়ল বিজেপি। ইতিমধ্যেই ভারতের বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল গাড়িচাপা কাণ্ড নিয়ে পথে নেমেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা প্রতিমন্ত্রীর ছেলের গ্রেপ্তারের দাবি তুলে আন্দোলনে নেমেছেন। প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করায় বাড়তি প্রচার পায় কংগ্রেস। বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দেন রাহুল-প্রিয়াঙ্কার চাচাতো ভাই, বিজেপি সাংসদ বরুণ গান্ধী।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান