হোম > বিশ্ব > ভারত

মেঘালয়ে অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশিকে আটক করল গ্রামবাসী

মেঘালয়ে আটক ৭ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশিকে আটক করেছে গ্রামবাসী। গতকাল সোমবার মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ের গ্রাম বোলডেংরে গ্রামে ওই ৭ জনকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর গ্রামবাসীরা ওই সাতজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল ফোন ও বাংলাদেশি সিম জব্দ করা হয়। দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলার মহেন্দ্রগঞ্জ থানায় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খাসি ভাষার সংবাদ সংস্থা এসপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই ৭ জনকে আটক করা হয়। তাঁরা হলেন—আঙুর হোসেন আফরিব (২০), আমির আলী (৩৫), চাঁদ মিয়া (৬০) ও বকুল মিয়া (৩২), মীর জাহান (৪৫), রাসেল আলী (৩৫) এবং বিপ্লব মিয়া (৩৫)।

দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলা পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ অভিযানের অংশ হিসেবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের সময় গ্রামবাসীদের সতর্ক করা হয় এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য জানাতে উৎসাহিত করা হয়, যাতে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

এক পৃথক ঘটনায়, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈরাকুপির জিকজাক এলাকায় অটোরিকশায় ভ্রমণরত ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এই ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

অপর এক ঘটনায় গত ৮ অক্টোবর, মহেন্দ্রগঞ্জের বাকডাগরে থানায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে, সেদিন রাত সাড়ে ৯টায় জেলা পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। তবে এ সময় অপর এক ব্যক্তি অন্ধকারে পালিয়ে যায়। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি যে স্থানীয় ব্যক্তি তাঁকে সাময়িক আশ্রয় দিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনো চলছে।

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা