হোম > বিশ্ব > ভারত

ভারতের মধ্যপ্রদেশে ভবনে আগুন, নিহত ৭ 

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দোতলা ভবনে আজ শনিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ সাতজন নিহত হয়েছেন। ভারতের পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ইন্দোরের স্বর্ণবাগ কলোনির দোতলা ভবনটির বেসমেন্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ ভোরের আগে আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। ভবনটির বেসমেন্টে দুটি গাড়ি পার্ক করা ছিল। আগুনে দুটি গাড়িই ভস্মীভূত হয় এবং পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, তিন ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। 

ভবনটির মালিক আনসার প্যাটেলকে পুলিশ আটক করেছে এবং তাঁর বিরুদ্ধে ‘অবহেলার কারণে মৃত্যু’ উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। কারণ ভবনটির কোনো ফ্ল্যাটেই অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ছিল না। 

এ দুর্ঘটনায় হতাহতদের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, ‘আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরিবারগুলোর সদস্যরা যেন এই গভীর শোক কাটিয়ে উঠতে পারেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ 

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা