হোম > বিশ্ব > ভারত

৩২১ শিক্ষার্থীকে স্মার্টফোন কিনে দিলেন শিক্ষিকা

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়টাতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিতে পারছিল না। ঠিক সে সময় ব্যতিক্রমী এক উদ্যোগ নেন ভারতের এক শিক্ষিকা। তিনি তাঁর বিদ্যালয়ের শিক্ষক, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সহায়তায় ৩২১ জন শিক্ষার্থীকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য স্মার্টফোনের ব্যবস্থা করে দেন। 

গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) ভারতের শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে ১২২ জন শিক্ষককে পুরস্কৃত করে ভারত সরকার। এর মধ্যে ভারতী কালরা নামের ওই শিক্ষিকার নামও ছিল। 

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় ভারতী কালরা বলেন, পুরস্কারে মনোনীত হওয়ায় আমি অভিভূত। তবে এর জন্য কোনো আবেদন করিনি। আমি যা করেছি সম্পূর্ণ দায়িত্ববোধ থেকে করেছি। 

শিক্ষার্থীদের সহায়তা করা নিয়ে তিনি বলেন, ল্যাপটপ ও স্মার্টফোন না থাকায় অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছিল না। এর মধ্যে আবার এক শিক্ষার্থীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আমি তাঁকে স্মার্টফোন কিনে দিই ক্লাস করার জন্য। কিন্তু এটা কোনো সমাধান ছিল না। অনেক শিক্ষার্থীই স্মার্টফোন না থাকায় ক্লাসে অংশগ্রহণ করতে পারছিল না। এরপর আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা মিলে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের সমস্যার কথা জানায়। কিন্তু শুরুর দিকে এটা সহজ ছিল না। ৩-৪টা স্মার্টফোন দিয়ে এই যাত্রা শুরু হয়। আমরা বিশ্বাস করতে পারিনি এত বেশি সহায়তা আসবে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাই। 

ভারতী কালরা জানান, এখনো যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না, তাঁদের জন্য বিদ্যালয় ওয়ার্কশিট দিচ্ছে। এ ছাড়া সব সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। 

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি