হোম > বিশ্ব > ভারত

তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত 

ভারতের তেলেঙ্গানায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালের দিকে তেলেঙ্গানার মেদাক জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় বাহিনী জানিয়েছে, বিমানটি হায়দরাবাদের এয়ারফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। পরে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সেটিতে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন এবং তাঁরা দুজনই নিহত হয়েছেন।

বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ‘একটি পাইলাটাস পিসি ৭ এমকে-২ মডেলে প্রশিক্ষণ বিমান আজ সকালে হায়দরাবাদ বিমানবাহিনী ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর দুর্ঘটনার সম্মুখীন হয়।’ দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা গভীর দুঃখজনক যে, দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারের আমার সমবেদনা রয়েছে।’

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক