হোম > বিশ্ব > ভারত

তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত 

ভারতের তেলেঙ্গানায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালের দিকে তেলেঙ্গানার মেদাক জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় বাহিনী জানিয়েছে, বিমানটি হায়দরাবাদের এয়ারফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। পরে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সেটিতে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন এবং তাঁরা দুজনই নিহত হয়েছেন।

বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ‘একটি পাইলাটাস পিসি ৭ এমকে-২ মডেলে প্রশিক্ষণ বিমান আজ সকালে হায়দরাবাদ বিমানবাহিনী ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর দুর্ঘটনার সম্মুখীন হয়।’ দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা গভীর দুঃখজনক যে, দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারের আমার সমবেদনা রয়েছে।’

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর