হোম > বিশ্ব > ভারত

তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত 

ভারতের তেলেঙ্গানায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালের দিকে তেলেঙ্গানার মেদাক জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় বাহিনী জানিয়েছে, বিমানটি হায়দরাবাদের এয়ারফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। পরে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সেটিতে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন এবং তাঁরা দুজনই নিহত হয়েছেন।

বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ‘একটি পাইলাটাস পিসি ৭ এমকে-২ মডেলে প্রশিক্ষণ বিমান আজ সকালে হায়দরাবাদ বিমানবাহিনী ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর দুর্ঘটনার সম্মুখীন হয়।’ দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা গভীর দুঃখজনক যে, দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারের আমার সমবেদনা রয়েছে।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি