হোম > বিশ্ব > ভারত

বিদেশ ভ্রমণ ছাড়াই দিল্লিতে এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত

ভারতের দিল্লিতে প্রথমবারের মতো ৩১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, যিনি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি। একটি সূত্রের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

এ নিয়ে ভারতে চার ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। বাকি তিন ব্যক্তি কেরালার বাসিন্দা। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে শনাক্ত হওয়া ব্যক্তিটি পশ্চিম দিল্লির বাসিন্দা। তিনি হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তিন দিন আগে তিনি মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে নমুনা নিয়ে জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠান। 

সূত্রটি (এনডিটিভি যাঁর নাম প্রকাশ করেনি) জানিয়েছে, মুম্বাইতে প্রতি সপ্তাহে দুই-তিনজনের সন্দেহভাজন নমুনা আসছিল, তবে কয়েক দিন ধরে প্রতিদিন দুই-তিনজন করে সন্দেহভাজন মাঙ্কিপক্সের রোগী আসছে। 

ভারতে এখন মাঙ্কিপক্স পরীক্ষার জন্য ১৬টি ল্যাবরেটরি রয়েছে। এর মধ্যে দুটি শুধু কেরালার জন্য। 

মাঙ্কিপক্স একধরনের জুনোটিক ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে গুটি বসন্তের মতো উপসর্গ দেখা যায়, তবে তা গুটি বসন্তের চেয়ে কম গুরুতর। ভাইরাসটির সংক্রমণ প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে ঘটে। এটি সংক্রমিত ব্যক্তির ত্বক বা ক্ষত এবং ড্রপলেটের মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রামিত হতে পারে। 

এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশে ১৬ হাজারেরও বেশি মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আফ্রিকায় এ রোগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারত ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র থাইল্যান্ডে একজনের শরীরের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। গতকাল শনিবার মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক