হোম > বিশ্ব > ভারত

নির্বাচনের প্রভাব নেতাদের পোশাকে

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লম্বা দাড়ি রেখেছিলেন। তাঁর দাড়ি রাখার বিষয়টি নিয়ে উপহাসও করেছিলেন অনেকে। বিজেপিবিরোধীদের কটাক্ষ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করতেই মোদির এমন রূপ বদল। মোদির দাড়ি রাখার রহস্য অবশ্য জানা যায়নি। তবে বিধানসভা নির্বাচনের পর মোদির দাড়ি হারিয়ে গিয়েছে। 

এবার আরেক রাজ্য হিমাচলের বিধানসভা নির্বাচন সামনেই। হিমাচলের পরপরই আরও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনী মৌসুমের সামনে মোদিকে আবারও দেখা গেল উত্তরাখন্ডের পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাকে। এই পোশাকে তিনি ধর্মীয় স্থান কেদারনাথ-বদ্রিনাথ মন্দির পরিদর্শন করেছেন। 

অবশ্য মোদিকে এর আগেও একাধিকবার বিভিন্ন স্থানীয় পোশাকে দেখা গিয়েছে। কখনো অসমিয়া, কখনো মণিপুর, আবার কখনো নাগা পোশাকের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের পোশাক পরে এবং স্থানীয় ভাষায় দু-একটি কথা বলে তিনি সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করেন। নির্বাচন সামনে এলেই তাঁর এই প্রবণতা বাড়ে। 

তবে মোদির মতো এবার স্থানীয়দের পোশাকে দেখা গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়ে কংগ্রেসের সাবেক এই সভাপতি এখন অন্ধ্রপ্রদেশে। শুক্রবার অন্ধ্রের মন্ত্রালায়মের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠ পরিদর্শনে যান রাহুল। সেখানে তাঁকে মঠের পোশাকে সাধুদের মতোই দাড়িভর্তি মুখে পুজো দিতে দেখা যায়। স্থানীয়দের মন জয়ে মোদী ও রাহুল একই ফর্মুলা নিলেও বিজেপি ও কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলছে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি