হোম > বিশ্ব > ভারত

নির্বাচনের প্রভাব নেতাদের পোশাকে

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লম্বা দাড়ি রেখেছিলেন। তাঁর দাড়ি রাখার বিষয়টি নিয়ে উপহাসও করেছিলেন অনেকে। বিজেপিবিরোধীদের কটাক্ষ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করতেই মোদির এমন রূপ বদল। মোদির দাড়ি রাখার রহস্য অবশ্য জানা যায়নি। তবে বিধানসভা নির্বাচনের পর মোদির দাড়ি হারিয়ে গিয়েছে। 

এবার আরেক রাজ্য হিমাচলের বিধানসভা নির্বাচন সামনেই। হিমাচলের পরপরই আরও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনী মৌসুমের সামনে মোদিকে আবারও দেখা গেল উত্তরাখন্ডের পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাকে। এই পোশাকে তিনি ধর্মীয় স্থান কেদারনাথ-বদ্রিনাথ মন্দির পরিদর্শন করেছেন। 

অবশ্য মোদিকে এর আগেও একাধিকবার বিভিন্ন স্থানীয় পোশাকে দেখা গিয়েছে। কখনো অসমিয়া, কখনো মণিপুর, আবার কখনো নাগা পোশাকের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের পোশাক পরে এবং স্থানীয় ভাষায় দু-একটি কথা বলে তিনি সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করেন। নির্বাচন সামনে এলেই তাঁর এই প্রবণতা বাড়ে। 

তবে মোদির মতো এবার স্থানীয়দের পোশাকে দেখা গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়ে কংগ্রেসের সাবেক এই সভাপতি এখন অন্ধ্রপ্রদেশে। শুক্রবার অন্ধ্রের মন্ত্রালায়মের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠ পরিদর্শনে যান রাহুল। সেখানে তাঁকে মঠের পোশাকে সাধুদের মতোই দাড়িভর্তি মুখে পুজো দিতে দেখা যায়। স্থানীয়দের মন জয়ে মোদী ও রাহুল একই ফর্মুলা নিলেও বিজেপি ও কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’