হোম > বিশ্ব > ভারত

নির্বাচনের প্রভাব নেতাদের পোশাকে

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লম্বা দাড়ি রেখেছিলেন। তাঁর দাড়ি রাখার বিষয়টি নিয়ে উপহাসও করেছিলেন অনেকে। বিজেপিবিরোধীদের কটাক্ষ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করতেই মোদির এমন রূপ বদল। মোদির দাড়ি রাখার রহস্য অবশ্য জানা যায়নি। তবে বিধানসভা নির্বাচনের পর মোদির দাড়ি হারিয়ে গিয়েছে। 

এবার আরেক রাজ্য হিমাচলের বিধানসভা নির্বাচন সামনেই। হিমাচলের পরপরই আরও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনী মৌসুমের সামনে মোদিকে আবারও দেখা গেল উত্তরাখন্ডের পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাকে। এই পোশাকে তিনি ধর্মীয় স্থান কেদারনাথ-বদ্রিনাথ মন্দির পরিদর্শন করেছেন। 

অবশ্য মোদিকে এর আগেও একাধিকবার বিভিন্ন স্থানীয় পোশাকে দেখা গিয়েছে। কখনো অসমিয়া, কখনো মণিপুর, আবার কখনো নাগা পোশাকের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের পোশাক পরে এবং স্থানীয় ভাষায় দু-একটি কথা বলে তিনি সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করেন। নির্বাচন সামনে এলেই তাঁর এই প্রবণতা বাড়ে। 

তবে মোদির মতো এবার স্থানীয়দের পোশাকে দেখা গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়ে কংগ্রেসের সাবেক এই সভাপতি এখন অন্ধ্রপ্রদেশে। শুক্রবার অন্ধ্রের মন্ত্রালায়মের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠ পরিদর্শনে যান রাহুল। সেখানে তাঁকে মঠের পোশাকে সাধুদের মতোই দাড়িভর্তি মুখে পুজো দিতে দেখা যায়। স্থানীয়দের মন জয়ে মোদী ও রাহুল একই ফর্মুলা নিলেও বিজেপি ও কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে