হোম > বিশ্ব > ভারত

ফেসবুকে মৃত তসলিমা, জীবিত টুইটারে

আলোচিত নারীবাদী সাহিত্যিক ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফায়েড আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর আইডিতে ‘রিমেম্বারিং’ দেখা যায়। 

ফেসবুকের এমন কর্মকাণ্ডে বেজায় চটেছেন এই লেখিকা। ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, “ফেসবুক আমাকে মেরে ফেলেছে। আমি বেঁচে আছি। মারা যাওয়া তো দূরে থাক, সামান্য অসুস্থ হয়ে শয্যাশায়ী বা হাসপাতালেও যাইনি। তারপরও ফেসবুক আমার আইডিকে ‘স্মরণীয়’ করে দিয়েছে।” 

ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়ে লিখেছে, ‘তসলিমার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আশা করছি, তসলিমা নাসরিনের বন্ধু-স্বজনরা এখানে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে পারবেন।’ 

আরেক টুইটে তসলিমা বলেন, “আমি খুব ভালোভাবেই বেঁচে আছি, তারপরও আমার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করা হয়েছে। কি দুঃখজনক সংবাদ! দয়া করে আমার অ্যাকাউন্ট ফেরত দিন।” 

সাধারণত কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর ফেসবুক বন্ধু তালিকায় থাকা ‘ট্রাস্টেড পারসন’ যদি ওই ব্যক্তিকে মৃত বলে শনাক্ত করেন তবে ফেসবুক কর্তৃপক্ষ তাঁকে স্মরণ করে তাঁর আইডি ‘রিমেম্বারিং’ করে দেয়।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার