আলোচিত নারীবাদী সাহিত্যিক ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফায়েড আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর আইডিতে ‘রিমেম্বারিং’ দেখা যায়।
ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়ে লিখেছে, ‘তসলিমার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আশা করছি, তসলিমা নাসরিনের বন্ধু-স্বজনরা এখানে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে পারবেন।’
সাধারণত কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর ফেসবুক বন্ধু তালিকায় থাকা ‘ট্রাস্টেড পারসন’ যদি ওই ব্যক্তিকে মৃত বলে শনাক্ত করেন তবে ফেসবুক কর্তৃপক্ষ তাঁকে স্মরণ করে তাঁর আইডি ‘রিমেম্বারিং’ করে দেয়।