হোম > বিশ্ব > ভারত

অমরনাথে প্রবল বর্ষণে নিহত ১৬, নিখোঁজ ৪০

জম্মু-কাশ্মীরে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন। ১৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু এবং কাশ্মীর প্রশাসন চারটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। যেন মানুষ তার স্বজনদের বিষয়ে খোঁজ নিতে পারে। 

আনন্দবাজার জানায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে অমরনাথ গুহায় তীর্থযাত্রীরা দলে দলে যাচ্ছিলেন। অমরনাথ গুহার কাছেই তীর্থযাত্রীদের জন্য কয়েক হাজার অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছিল। সেই শিবিরেই দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা আশ্রয় নিয়েছিলেন। বিকেল ৫টার দিকে অমরনাথের নিম্ন গুহার কাছে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি হয়। পানির প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় ২৫টি তাঁবু। 

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টার মধ্যে অমরনাথ গুহার আশপাশে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে পানির প্রবল স্রোত নিচের দিকে নেমে আসে। 

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের মহাপরিচালক অতুল কারওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন। ভূমিধসের কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো প্রবল বর্ষণ অব্যাহত আছে। চারটি দলে ভাগ হয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের শতাধিক কর্মী উদ্ধারকাজ পরিচালনা করছে। এছাড়া জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনাবাহিনীও উদ্ধারকাজে নিয়োজিত আছে।’

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার