হোম > বিশ্ব > ভারত

অমরনাথে প্রবল বর্ষণে নিহত ১৬, নিখোঁজ ৪০

জম্মু-কাশ্মীরে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন। ১৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু এবং কাশ্মীর প্রশাসন চারটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। যেন মানুষ তার স্বজনদের বিষয়ে খোঁজ নিতে পারে। 

আনন্দবাজার জানায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে অমরনাথ গুহায় তীর্থযাত্রীরা দলে দলে যাচ্ছিলেন। অমরনাথ গুহার কাছেই তীর্থযাত্রীদের জন্য কয়েক হাজার অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছিল। সেই শিবিরেই দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা আশ্রয় নিয়েছিলেন। বিকেল ৫টার দিকে অমরনাথের নিম্ন গুহার কাছে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি হয়। পানির প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় ২৫টি তাঁবু। 

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টার মধ্যে অমরনাথ গুহার আশপাশে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে পানির প্রবল স্রোত নিচের দিকে নেমে আসে। 

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের মহাপরিচালক অতুল কারওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন। ভূমিধসের কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো প্রবল বর্ষণ অব্যাহত আছে। চারটি দলে ভাগ হয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের শতাধিক কর্মী উদ্ধারকাজ পরিচালনা করছে। এছাড়া জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনাবাহিনীও উদ্ধারকাজে নিয়োজিত আছে।’

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার