হোম > বিশ্ব > ভারত

ভারতে ‘ডিজিটাল ধর্ষণের’ অভিযোগে ৮১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ভারতে নাবালিকাকে ‘ডিজিটাল ধর্ষণের’ অভিযোগে ৮১ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থেকে তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, ৮১ বছর বয়সের ওই বৃদ্ধ পেশায় একজন চিত্রশিল্পী। তারই এক সহকর্মী সাত বছর আগে তাঁর নাবালিকা কন্যাকে ওই বৃদ্ধের কাছে চিত্রকলা শেখার জন্য পাঠিয়েছিলেন। তারপর থেকেই সেই শিশুকে যৌন নিগ্রহ করে আসছিলেন ও বৃদ্ধ। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ভুক্তভোগীর সঙ্গে স্থানীয় অভিভাবক হিসেবে বসবাস করতেন। 

স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার রণবিজয় সিং বলেছেন, ‘মেয়েটি প্রথমদিকে বেশ ভয়ে ভয়ে ছিল। কিন্তু গত এক মাস ধরে সে অভিযুক্তের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণাদি সংগ্রহ করতে থাকে। এসব প্রমাণের মধ্যে অধিকাংশই ছিল অডিও টেপ। যথেষ্ট পরিমাণ প্রমাণাদি সংগ্রহের পর মেয়েটি তাদের সঙ্গে বসবাস করা এক নারীকে জানায়। পরে সেই নারীই পুলিশে অভিযোগ দাখিল করেন।’ 

ভারতে ‘ডিজিটাল ধর্ষণ’ বলতে যৌনাঙ্গের ব্যবহার ব্যাতীত যে কোনো কিছু ব্যবহার করে কোনো নারী/বালিকার সঙ্গে জোরপূর্বক যৌনসংসর্গকে নির্দেশ করা হয়। ২০১২ সালের আগে, ভারতীয় আইনে এই ধারাটি ছিল না। সে বছর দিল্লিতে নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পর এই ধারাটি অন্তর্ভুক্ত করা হয়। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ