হোম > বিশ্ব > ভারত

মুসলিম লীগের জন্ম আলীগড়ে, যোগী আদিত্যনাথের ইতিহাসের নতুন বয়ান

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত

ভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় সমাজবাদী পার্টিকে (এসপি) মুসলিম লীগের সঙ্গে তুলনা করে বিভাজনমূলক রাজনীতি করার অভিযোগ তুলেছেন। আলীগড় জেলার খৈর এলাকায় এক নির্বাচনী প্রচারণা মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতের বিভক্তির জন্য মুসলিম লীগ দায়ী, আর সমাজবাদী পার্টিও একই পথে হাঁটছে।

যোগী বলেন, ‘১৯০৬ সালে আলীগড়ে মুসলিম লীগের প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভক্তির ভিত্তি তৈরি হয়। যদিও আলীগড় তাদের এজেন্ডা প্রত্যাখ্যান করেছিল, তবু জাতিগত বিভাজনের পরিকল্পনা সফল হয়। মুসলিম লীগের সৃষ্টি করাচি, ইসলামাবাদ বা ঢাকা নয়, আলীগড়ে হয়েছিল। তাদের বিভাজনমূলক কৌশল আজ সমাজবাদী পার্টির মতোই।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, সমাজবাদী পার্টি রামমন্দির, দীপোৎসব, দেবদীপাবলি, সুষ্ঠু পরীক্ষা, উন্নয়ন প্রকল্প এবং দরিদ্রদের কল্যাণমূলক প্রকল্পগুলোর বিরোধিতা করছে। জাতপাতের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করছে।

যোগী আদিত্যনাথ বলেন, ‘এসপির শাসনামলে দলটির সঙ্গে যুক্ত বিপজ্জনক মাফিয়ারা নিরীহ হিন্দুদের ক্ষতি করত, তাদের সম্পত্তি দখল করত, ব্যবসায়ীদের অপহরণ করত, তাদের মেয়েদের হুমকি দিত, ধর্মীয় স্থান দখল করত এবং উৎসবগুলোতে বিঘ্ন ঘটাত। এমন শাসনকালে দরিদ্র হিন্দুরা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অপেক্ষা করত, কিন্তু কোনো সুবিধাই পেত না।’

সভায় তিনি আরও জানান, জেওয়ার বিমানবন্দর, ফিল্ম সিটি এবং টয় সিটির মতো উন্নয়ন প্রকল্প স্থানীয় জনগণকে উপকৃত করবে। তিনি কংগ্রেস ও এসপির আগের সরকারগুলোর সমালোচনা করে বলেন, ‘তারা উন্নয়নে উপেক্ষা করেছে, ক্ষমতাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখেছে এবং জনগণের কল্যাণের কথা ভাবেনি।’

এ সময় যোগী আদিত্যনাথ আলীগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয় ও ডিফেন্স করিডর স্থাপনের কথা উল্লেখ করেন। যোগী বলেন, ‘আলীগড়ের তৈরি কামানের গর্জন শত্রুর দিকে ছুটে গেলে পাকিস্তানও কেঁপে উঠবে।’

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার