হোম > বিশ্ব > ভারত

প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়িতে আগুন, পুড়ে মরল ৭ জন

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে গতকাল শনিবার একটি দোতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রেমে প্রত্যাখ্যাত ২৭ বছর বয়সী শুভম দীক্ষিত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শুভম দীক্ষিত ‘সঞ্জয়’ নামে পরিচিত। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর পার্কিংয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভবনটির বেসমেন্টে দুটি গাড়ি পার্ক করা ছিল। আগুনে দুটি গাড়িই ভস্মীভূত হয় এবং পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল শনিবার রাতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়।

ইন্দোরের একজন সিনিয়র পুলিশ অফিসার সম্পত উপাধ্যায় বলেছেন, ‘ভবনের সিসিটিভি ফুটেজে ওই যুবককে শনিবার ভোরে প্রবেশ করতে দেখা যায় এবং ওই মেয়ের স্কুটারে কিছু ঢেলে দিতে দেখা যায়।’

পুলিশ বলছে, ওই যুবক প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর তাঁর পছন্দের মেয়েটির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়িটি ওই ভবনের পার্কিংয়ে রাখা ছিল। পরে ওই গাড়ি থেকে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ওই মেয়ে ওই বাড়িতেই অবস্থান করছিল। তবে অগ্নিকাণ্ডের সময় ওই মেয়ে এবং তাঁর মাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

পুলিশ আরও জানায়, সঞ্জয় ওই মেয়েকে কিছু টাকা ধার দিয়েছিল। কিন্তু ওই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় শুভম দীক্ষিত টাকার জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে তাঁদের মাঝে বিরোধ শুরু হয়।

প্রসঙ্গত, শনিবার ভোরের অগ্নিকাণ্ডের বিষয়ে শুরুতে পুলিশ বলেছিল, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রত্যেক শোকাহত পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার