হোম > বিশ্ব > ভারত

সত্তরোর্ধ্বদের বছরে ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা দেওয়ার ঘোষণা ভারত সরকারের 

ভারতীয় যেসব নাগরিকের বয়স ৭০ বছর বা তার বেশি, তাঁরা সবাই সরকারের কাছ থেকে প্রতি বছর ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা পাবেন। ভারত সরকারের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্প ভারতের সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিকদের সহায়তা দেবে। এই প্রকল্পে প্রতি পরিবার বিবেচনায় একেকজন ৭০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের ৫ লাখ রুপি করে দেওয়া হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অনুমোদনের ফলে, ৭০ বছর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক তাঁদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে এবি পিএম-জয় প্রকল্পের সুবিধাসমূহ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে একটি নতুন আলাদা কার্ড দেওয়া হবে।’ 

ভারত সরকার বলেছে, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকেরা, যাঁরা এরই মধ্যে এবি পিএম-জয় প্রকল্পের অন্তর্ভুক্ত, তাঁদের পরিবারপ্রতি বছরে ৫ লাখ রুপির সুবিধা পাবে। তবে এই অর্থ তাঁরা পরিবারের অন্য সদস্য—যাঁদের বয়স ৭০ বছরের কম—তাঁদের দিতে পারবেন না। 

এদিকে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রত্যেক ভারতীয়র জন্য সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার