হোম > বিশ্ব > ভারত

সত্তরোর্ধ্বদের বছরে ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা দেওয়ার ঘোষণা ভারত সরকারের 

ভারতীয় যেসব নাগরিকের বয়স ৭০ বছর বা তার বেশি, তাঁরা সবাই সরকারের কাছ থেকে প্রতি বছর ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা পাবেন। ভারত সরকারের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্প ভারতের সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিকদের সহায়তা দেবে। এই প্রকল্পে প্রতি পরিবার বিবেচনায় একেকজন ৭০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের ৫ লাখ রুপি করে দেওয়া হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অনুমোদনের ফলে, ৭০ বছর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক তাঁদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে এবি পিএম-জয় প্রকল্পের সুবিধাসমূহ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে একটি নতুন আলাদা কার্ড দেওয়া হবে।’ 

ভারত সরকার বলেছে, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকেরা, যাঁরা এরই মধ্যে এবি পিএম-জয় প্রকল্পের অন্তর্ভুক্ত, তাঁদের পরিবারপ্রতি বছরে ৫ লাখ রুপির সুবিধা পাবে। তবে এই অর্থ তাঁরা পরিবারের অন্য সদস্য—যাঁদের বয়স ৭০ বছরের কম—তাঁদের দিতে পারবেন না। 

এদিকে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রত্যেক ভারতীয়র জন্য সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান