হোম > বিশ্ব > ভারত

সত্তরোর্ধ্বদের বছরে ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা দেওয়ার ঘোষণা ভারত সরকারের 

ভারতীয় যেসব নাগরিকের বয়স ৭০ বছর বা তার বেশি, তাঁরা সবাই সরকারের কাছ থেকে প্রতি বছর ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা পাবেন। ভারত সরকারের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্প ভারতের সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিকদের সহায়তা দেবে। এই প্রকল্পে প্রতি পরিবার বিবেচনায় একেকজন ৭০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের ৫ লাখ রুপি করে দেওয়া হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অনুমোদনের ফলে, ৭০ বছর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক তাঁদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে এবি পিএম-জয় প্রকল্পের সুবিধাসমূহ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে একটি নতুন আলাদা কার্ড দেওয়া হবে।’ 

ভারত সরকার বলেছে, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকেরা, যাঁরা এরই মধ্যে এবি পিএম-জয় প্রকল্পের অন্তর্ভুক্ত, তাঁদের পরিবারপ্রতি বছরে ৫ লাখ রুপির সুবিধা পাবে। তবে এই অর্থ তাঁরা পরিবারের অন্য সদস্য—যাঁদের বয়স ৭০ বছরের কম—তাঁদের দিতে পারবেন না। 

এদিকে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রত্যেক ভারতীয়র জন্য সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত