হোম > বিশ্ব > ভারত

ব্যবসা নয়, এনডিটিভি কিনে নেওয়া আমার দায়িত্ব: গৌতম আদানি 

ভারতের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির মালিকানা গ্রহণের বিষয়টি স্রেফ ব্যবসা নয় বরং দায়িত্ব। স্থানীয় সময় আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি এ মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির মালিকানাধীন কনগ্লোমারেট ভারতে স্বাধীন গণমাধ্যমের উদাহরণ হিসেবে পরিচিত এনডিটিভি কিনে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করে। আদানি গ্রুপের এই পরিকল্পনা দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, মালিকানার পরিবর্তন এনডিটিভির সম্পাদকীয় সততাকে ক্ষুণ্ন করতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ইঙ্গিত করে আদানি বলেন, ‘স্বাধীনতা মানে, সরকার কোনো ভুল করলে সেটাকে আপনি ভুল বলেই আখ্যা দেবেন। তবে একই সময়ে যখন সরকার প্রতিদিন সঠিক কাজ করছে, তখন সেটি প্রচার করার সাহসও আপনার থাকা উচিত।’

সাক্ষাৎকারে আদানি আরও বলেছেন, তিনি এনডিটিভির মালিক ও প্রতিষ্ঠাতা প্রণয় রায়কে আদানি গ্রুপ কর্তৃক এনডিটিভি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পরও প্রতিষ্ঠানটির চেয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই সম্প্রচার মাধ্যমটির বর্তমান মালিক প্রণয় রায় ও রাধিকা রায়। তাঁরা আগেও জানিয়েছিলেন, আদানি গ্রুপ তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তাদের প্রতিষ্ঠানের শেয়ার কিনে নিয়েছে।

এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপের নিয়ন্ত্রণাধীন বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (ভিসিপিএল) তাঁদের ২৯ দশমিক ১৮ শতাংশ মালিকানা কিনে নেওয়ার দাবি করেছে। বহু আগে, আরআরপিআর নামে এক সংস্থা থেকে ৪০৯ কোটি রুপি ঋণ নিয়েছিল এনডিটিভি। ভিসিপিএলের দাবি, সেই সংস্থার ৯৯ শতাংশ মালিকানা তারা কিনে নিয়েছে। তাই এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার এখন তাদের দখলে।

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ