হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে সহিংসতা, আটক ২০ 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে হিন্দু–মুসলিম সহিংসতার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে হিন্দুদের একটি ধর্মীয় মিছিল চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর শহরতলি জাহাঙ্গীরপুরার ওই সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তাসহ এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, রোববার এক টুইটে এই ২০ জনের গ্রেপ্তারের কথা উল্লেখ করে দিল্লি পুলিশ জানিয়েছে—বাকি দাঙ্গাবাজদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের চিহ্নিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, দিল্লি পুলিশ জানিয়েছে, হনুমান জয়ন্তী মিছিলে সংঘটিত সহিংসতার জন্য দুই অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল ও পাঁচটি তলোয়ার জব্দ করা হয়েছে। এরই মধ্যেই তাঁদের আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, সহিংসতার বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই সহিংসতা শুরুর করার বিষয়ে একে অপরকে দায়ী করেছে। স্থানীয় মুসলমানেরা দাবি করেছেন—হনুমান জয়ন্তী মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহন করছিল এবং একটি মসজিদ ভাঙচুরের চেষ্টা চালিয়েছিল। 

অপরদিকে, মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহনের কথা স্বীকার করলেও জানিয়েছে, সহিংসতার জন্য মুসলমানেরাই দায়ী। তাঁরা বলেছে, তাঁদের দিকে পাথর ছুড়ে মারা হয়েছিল। 

এই ঘটনায় পুলিশ দাঙ্গা, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তে ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলের কর্মকর্তাদের দশটি টিম গঠন করা হয়েছে। 

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার