হোম > বিশ্ব > ভারত

পুলিশ সদস্যের গুলিতে আহত ওডিশার স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন

ভারতের ওডিশায় এক পুলিশ সদস্যের গুলিতে আহত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাস মারা গেছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ বেলা একটায় ঝাড়সুগুদা জেলার ব্রাজরাজনগরের কাছে গান্ধী চকের সামনে স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসকে লক্ষ্য করে গুলি করেন পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস। নাবা কিশোর বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পরই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি জানায়, গুলিটি তাঁর হৃৎপিণ্ডে আঘাত হানে। জরুরিভিত্তিতে তাঁকে আইসিইউতেও নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। 

ব্রাজরাজনগরের উপবিভাগীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রী গাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কী উদ্দেশে এ ঘটনা ঘটল, সেটি জানা যায়নি। 

এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নাবা কিশোরের বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। 

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রধান অতিথি হিসেবে একটি অফিস উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। তিনি পৌঁছানোর পরপরই মানুষজন তাঁকে স্বাগত জানাতে ঘিরে ধরে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের এক সদস্য তাঁকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’ 

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। 

নাবা কিশোর দাসকে গুলির ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। তাঁর সমর্থকেরা ‘নিরাপত্তা ত্রুটি’ নিয়ে প্রশ্ন তুলেছেন। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা