হোম > বিশ্ব > ভারত

আইন মেনে পরিচালিত উচ্ছেদ অভিযানে নিষেধাজ্ঞা জারিতে অসম্মত সুপ্রিম কোর্ট

কলকাতা প্রতিনিধি

আইন মেনে উচ্ছেদ অভিযান চালানো হলে কোনো অসুবিধা নেই। তাই বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। জমিয়তে উলামায়ে হিন্দের তরফে উত্তর প্রদেশে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতের এই নারাজি। 

জমিয়তে উলামায়ে হিন্দের তরফ থেকে করা অভিযোগে বলা হয়, বিশেষ একটি সম্প্রদায়ের ওপর বুলডোজার চালানো হচ্ছে। জমিয়তের আইনজীবী দুষ্যন্ত দাভ এবং সিইউ সিং অভিযোগ করে বলেন, ‘বিশেষ সম্প্রদায়ের (মুসলিমদের) বাড়িতেই শুধু বুলডোজার চালানো হচ্ছে।’ দলটির এই অভিযোগের জবাবে আদালতে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বেআইনি দখলদারদের বিরুদ্ধে বুলডোজার চালানো হচ্ছে।’ 

তুষার মেহতা এ সময় দাবি করেন, বেআইনি স্থাপনা বন্ধ করার পাশাপাশি সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো জরুরি। তিনি আরও বলেন, ‘ঘটনাচক্রে বেআইনি তকমা দিয়ে মুসলিমদের বাড়ি ভাঙা হলেও ভারতীয় আইন ভঙ্গকারীদের বাড়িতেই আইন মেনে নোটিশ দিয়ে বুলডোজার চালানো হয়েছে। ’

পরে আদালত উভয় পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুলডোজার চালানো বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করেন।  

উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি এবং আসামে বিজেপি সরকার বহু ঘরবাড়ি বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিয়েছে। অবশ্য প্রতিটি ক্ষেত্রেই বলা হয়েছে, বেআইনি দখলদারি বা নির্মাণের বিরুদ্ধে তাঁরা বুলডোজার চালিয়েছেন। গত মঙ্গলবারই আসামের ডিব্রুগড়ে আত্মহত্যায় মদদ দেওয়ার অভিযোগে আটক বাইদুল্লা খান নামে এক ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক