হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় সেনাসদস্য নিহত 

ভারতের জম্মু-কাশ্মীরে এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কুলগাম জেলার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে, দক্ষিণ কুলগাম জেলার হালান বনাঞ্চলের উঁচু এলাকার একটি অবস্থানে সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অবস্থানটি ঘেরাও করে অনুসন্ধান অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য গুরুতর আহত হন। পরে তাঁরা চিকিৎসা চলাকালে মারা যান।’

ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরভিত্তিক চিনার কর্পস এক টুইটে বলেছে, ‘অপারেশন হালান কুলগাম পরিচালনার সময় হালানের উঁচু এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়। সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের সময় তিন সদস্য আহত হন এবং পরে তাঁরা মারা যান।’ টুইটে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কুলগামে সতর্ক অবস্থায় রয়েছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কুলগাম পুলিশের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, হালানে একটি শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ