হোম > বিশ্ব > ভারত

তৃষ্ণা মেটাতে লোকালয়ে ভালুক, আক্রমণে আহত ৭

ভারতে একটি তৃষ্ণার্ত বন্য ভালুকের আক্রমণে অন্তত ৭ আহত হয়েছেন। আহতের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের শিবপুরী জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিবপুরী জেলার গাজীগড় গ্রামে মঙ্গলবার সকালের দিকে ওই ভালুকটি পানির সন্ধানে প্রবেশ করে। স্থানীয় বন কর্মকর্তা অশোক কুমার শর্মার বরাত দিয়ে এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। 

ওই বন কর্মকর্তা জানিয়েছেন, ভালুকটি মঙ্গলবার সকাল ৭টার দিকে যখন গ্রামে প্রবেশ করে তখন গ্রামের লোকজন একটি পানির ট্যাংকারের সামনে জড়ো হয়েছিলেন পানি সংগ্রহের উদ্দেশে। পরে ভালুকটি তাঁদের পেছন দিক থেকে আক্রমণ করে। এ সময় ভালুকটির আক্রমণে ৭ জন আহত হন। আহতদের মধ্যে একজন সত্তরোর্ধ্ব বৃদ্ধও রয়েছেন। 

ওই কর্মকর্তা আরও বলেন, আহতের মধ্যে ৫ জন মধ্যবয়স্ক। তাদের স্থানীয় শিবপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অশোক কুমার শর্মা আরও বলেন, ‘খুব সম্ভবত ভালুকটি পানির সন্ধানে গ্রামটিতে প্রবেশ করেছিল। তবে এর আগে কখনোই এই এলাকায় এমন বন্যপ্রাণীর অনুপ্রবেশ ঘটেনি।’ 

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি