হোম > বিশ্ব > ভারত

জিনস-টপস পরায় কিশোরীকে পিটিয়ে হত্যা করল পরিবার

ভারতের উত্তর প্রদেশে ‘আধুনিক’ পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ানকে পিটিয়ে হত্যা করেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই নারী ও কিশোরীরা কতটা অনিরাপদ, তা এ ঘটনাটি বুঝিয়ে দিল।

নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসিকে বলেন, ‘নেহার দাদুবাড়ি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে। দাদুর বাড়িতে নেহার আধুনিক পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নেহার দাদু ও চাচারা নেহাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’

শকুন্তলা দেবী পাশওয়ান আরও বলেন, ‘নেহাকে যেদিন হত্যা করা হয়, সেদিন নেহা উপবাসে ছিল। সন্ধ্যার দিকে জিনস ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা নেহাকে বারণ করেন। নেহা বারণ না শুনে জিনস ও টপসের পক্ষে যুক্তি দেয়। নেহা পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, জিনস তো পরার জন্যই বানানো হয়েছে এবং সে সব সময়ই এটা পরবে। তর্ক-বিতর্কের একপর্যায়ে নেহাকে পিটিয়ে হত্যা করা হয়।’

ঘটনা আড়াল করতে নেহার মরদেহ সেতু থেকে পানিতে ছুড়ে ফেলা হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার