হোম > বিশ্ব > ভারত

হঠাৎ মোদির কাছে কেন হেমন্ত সোরেন

কদিন আগেই জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যার জন্য এমন পরিণতি বলে মনে করেন, সেই নরেন্দ্র মোদির সঙ্গেই কেন দেখা করতে গেলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা হেমন্ত সোরেন। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন হেমন্ত। ছবিতে দেখা যায়, তিনি মোদির হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। ছবিটির ক্যাপশনে হেমন্ত লিখেছেন, নেহাতই সৌজন্য সাক্ষাৎ। 

এদিকে হেমন্তের এমন অস্বাভাবিক সাক্ষাৎ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই ভাবছেন—তবে কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নৌকাতেই পা রাখতে চলেছেন? 

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগে গত শনিবার কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দিল্লিতে দেখা করেছেন হেমন্ত সোরেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনও ছিলেন। 

দিল্লির কারাবন্দী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িও গিয়েছিলেন হেমন্ত ও কল্পনা। কেজরিওয়ালের স্ত্রী সুনিতার সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। হেমন্ত আশা করেন, শিগগিরই জামিন পেয়ে যাবেন কেজরিওয়াল। 

ওয়াল জানিয়েছে, দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাতের আগেও বিজেপিকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন হেমন্ত। কেন্দ্রের ক্ষমতাসীন এই দলটির বিষয়ে তিনি বলেছেন, ‘বিজেপির লোকেরা ভাবে মানুষকে টাকা দিয়ে কেনা যায়। তা হয় না। গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে, লোক প্রথমে সহ্য করে, পরে অসহ্য হয়ে গেলে তার ফলও সামনে আসে।’ 

বিজেপি বিচারব্যবস্থাকে অপদস্থ করছে, এমন অভিযোগ করে হেমন্ত বলেন—‘কিছুদিন ধরে দেশে কী চলছে তা আপনারা সবাই দেখছেন। ওরা বিচার ব্যবস্থাকে হাসির বস্তুতে পরিণত করেছে।’ 

কিন্তু এসব বক্তব্য যেদিন হেমন্ত দিলেন, সেদিনই হাসিমুখে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে কী বার্তা দিতে চাইলেন তিনি। অনেকের মতে, কেন্দ্রের কাছে রাজ্যের দাবিদাওয়া নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে হেমন্তের দল জেএমএম এখন কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোটবদ্ধ। বিধানসভা ভোটের আগে এই জোটে শেষ কামড় দিতে পারে বিজেপি। তবে খুব শিগগিরই এসব বিষয় দৃশ্যমান হয়ে উঠবে। কারণ রাজ্যটির বিধানসভা নির্বাচন আসন্ন।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী