হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে বাংলাদেশি ও রোহিঙ্গারা বসতি গড়েছে: যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ছবি: পিটিআই

দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি ছোট শহর ওখলা। এই শহরটিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করছেন বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার দিল্লির মঙ্গলপুরীতে একটি সমাবেশে এই কথা বলেন বিজেপি নেতা যোগী আদিত্য নাথ।

যোগী বলেন, ‘ওখলায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন করতে দিয়ে ‘‘পাপ’’ করছে আম আদমি পার্টি। এর ফলে, দিল্লির নাগরিক সুবিধা ও অবকাঠামো অবস্থা ভেঙে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘উন্নত সুযোগ-সুবিধার জন্য দিল্লির মানুষ এখন উত্তর প্রদেশের নয়ডা ও গাজিয়াবাদে বসতি স্থাপন করছেন। এই ভঙ্গুর অবস্থার দায় আম আদমি পার্টির।’

যমুনার দূষণ নিয়েও আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন যোগী আদিত্য নাথ। তিনি অভিযোগ করে বলেন, ‘আজ আমি গাজিয়াবাদ থেকে দিল্লি আসার পথে যমুনা নদীর পাশ দিয়ে এসেছি। যমুনা একসময় আমাদের সবার জন্য একটি বিশ্বাসের প্রতীক ছিল। অথচ আজ সেখান থেকে নর্দমার দুর্গন্ধ আসছিল। যারা আম আদমি পার্টির এই পাপের ফল ভোগ করেছেন, তারা শিগগিরই এর থেকে মুক্তি পাবেন এবং মুক্তির একমাত্র উপায় হলো ৫ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে বিজেপিকে জয়ী করা।’

তিনি প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালে স্নানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদের যদি নৈতিক সাহস থাকত, তাহলে আম আদমি পার্টি সরকারের মন্ত্রীদের সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিতেন।’

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

আম আদমি পার্টি দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে দলটি যথাক্রমে ৬৭ ও ৬২ আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, বিজেপি গত দুই নির্বাচনে যথাক্রমে তিনটি ও আটটি আসনে জয়ী হয়।

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’